বই মেলা নিউজ

উনিশ শতকের মধ্যভাগ থেকে চট্টগ্রামের লেখকরা প্রবন্ধ-সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন

অনলাইন বইমেলা ডেস্ক
উনিশ শতকের মধ্যভাগ থেকে শুরু করে অদ্যাবধি চট্টগ্রামের লেখকরা প্রবন্ধ-সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সাহিত্যের অন্য শাখার মতো প্রবন্ধের ক্ষেত্রেও চট্টগ্রামের অবদান অনস্বীকার্য। উনিশ শতকে বাঙালি জীবনে যে নবজাগরণ ঘটেছিল তার প্রভাবে প্রভাবিত হয়েছিল চট্টগ্রাম। বাংলাসাহিত্যে রেফারেন্স হিসেবে কাজ করে প্রবন্ধ-সাহিত্য। একজন প্রাবন্ধিককে অনেক বেশি পড়তে হয়, জানতে হয় এবং নানা বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হয়।
চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপী অনলাইন বাংলা বইমেলার ষষ্ঠ দিনে আজ রবিবার (৬ ডিসেম্বর) ‘বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য: প্রেক্ষিত চট্টগ্রাম’শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
কক্সবাজার ইন্টরন্যাশনাল ইউনির্ভাসিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাসেমের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন সাংবাদিক ডেইজি মউদুদ।
মূল প্রবন্ধ পাঠ করেন প্রাবন্ধিক শাকিল আহমেদ। স্বাগত বক্তব্য দেন প্রাবন্ধিক নিজামুল ইসলাম শরাফী।
ধন্যবাদ বক্তব্য দেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ।
প্রাবন্ধিক সাঈদুল আরেফীনের সঞ্চালনায় সেমিনারে অংশ নেন প্রফেসর রীতা দত্ত, গল্পকার বিপুল বড়ুয়া, সংগঠক এসএম আব্দুল আজিজ, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, সংগঠক এম কামাল উদ্দীন, গল্পকার রুনা তাসমিনা, প্রাবন্ধিক এসএম মোখলেসুর রহমান, শিশুসাহিত্যিক জসীম মেহবুব, কেশব জিপসী, কবি আবু মুসা চৌধুরী, কবি মনিরুল মনির, লেখক রফিক আহমদ খান, ছড়াকার তসলিম খাঁ, কবি ফারজানা রহমান শিমু, ছড়াকার সৈয়দা সেলিমা আক্তার, কবি আখতারী ইসলাম, কবি আবুল বালাম বেলাল, সাংবাদিক আরিফ রায়হান প্রমুখ।
অনলাইন বাংলা বইমেলার সপ্তম দিনে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘সায়েন্স ফিকশন’ বিষয়ে সেমিনার। একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক থাকবেন জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক মোস্তাক আহমেদ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *