শামসুদ্দীন শিশির : শিক্ষা এবং পাঠদানের কৌশল নিয়ে যিনি শ্রম দিচ্ছেন নিরন্তর

হায়াৎ মামুদ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘পাঠ্যসূচি বা পাঠ্য পুস্তক আসলে মূল সমস্যা না। মূল সমস্যাটা হলো যাঁরা পড়ান, তাঁদের নিয়ে। আমরা স্কুলে যেমন শিক্ষক পেয়েছি এখন তেমন শিক্ষক নেই। আমাদের শিক্ষকরা শিক্ষকতা ভালোবাসতেন, শিশুদের ভালোবাসতেন বলে পড়াতেন। কিন্তু এখন সেটা নেই। শিক্ষকদের মান নিম্নমানের। পাঠ্যবই নিয়ে তাঁদের কোনো চিন্তা নেই। শিশুদের নিয়েও চিন্তা নেই। পাঠ্যসূচি যতটা না শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলে। তার চেয়ে বেশি প্রভাব ফেলে শিক্ষকের পড়ানোটা।’ শিক্ষদের পড়ানোটা আসলে গুরুত্বপূর্ণ।
শিক্ষা এবং পাঠদানের কৌশল নিয়ে আমাদের দেশে যাঁরা অনবরত গবেষণা চালাচ্ছেন, শ্রম দিচ্ছেন, তাঁদের অন্যতম অধ্যাপক শামসুদ্দিন শিশির। তাঁর সমস্ত লেখালেখি শিক্ষাবিষয়ক। শিক্ষকদের মান উন্নয়নে কাজ করছেন। আজকাল বেশিরভাগই ‘পরীক্ষার্থী’, তাদের সেই মানসিকতা থেকে বের করে এনে ‘শিক্ষার্থী’ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় আছেন তিনি। শিক্ষার অগ্রগতি, বিস্তার, সংকট ও নানা দিক নিয়ে তিনি লিখছেন প্রচুর।
বিভিন্ন স্কুল ও কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে রাজনীতি বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পিতা, মাতামহ, প্রমাতামহ শিক্ষকতার মত মহান পেশায় নিয়োজিত ছিলেন৷ তাদেরই হাত ধরে শিক্ষকতার পেশায় শামসুদ্দিন শিশিরও কর্মজীবন শুরু করেন ১৯৯৭ সালে। পেশার মান উন্নয়নের জন্য যথাক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষকতার মত পেশায় সম্পৃক্ত হয়ে শিক্ষার খুঁটিনাটি বিষয়গুলো জানার আগ্রহ থেকে পড়াশোনা করেন বেশি। পড়াপড়ি থেকে লেখালেখির দ্বার ও উন্মুক্ত হয়ে যায়। শামসুদ্দীন শিশির শিক্ষা ও অন্যান্য বিষয়ে প্রায় ২০ টি বই প্রকাশ করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য বই : শিক্ষকতা মহান পেশা, আলোর ফেরিওয়ালা, শিক্ষা ও অন্যান্য প্রসঙ্গ, শিক্ষক অভিভাবক সমীপে, লাইব্রেরি নিয়ে যত কথা, ম্যানার্স, সৃজনশীল প্রশ্নপত্র, ইত্যাদি। তিনি জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রবন্ধ লিখে পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে শামসুদ্দীন শিশিরের বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি একটি বিশেষায়িত কলেজের পাঠদানের সাথে সম্পৃক্ত। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকারও রাজনীতি বিজ্ঞান বিভাগে প্রফেসর ডক্টর শামসুল আলমের তত্তাবধানে বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খুমি সম্প্রদায়ের আর্থ সামাজিক ও রাজনৈতিক অবস্থা: একটি পর্যালোচনা বিষয়ক পিএইচডি ফেলো।
শামসুদ্দীন শিশির। জন্ম ৬০ এর দশকের গোড়ার দিকে। কুমিল্লা সদর হাসপাতালে। মা নাসিম আখতার, বাবা মীর আবু তাহের। বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায়। ছোটবেলা থেকেই ভারত বিচিত্রা, সোভিয়েত ইউনিয়ন, মশিয়ে জামাত এবং ইত্তেফাকের সাথে পরিচিত। তারপর মাসুদ রানা সিরিজ এবং শরৎচন্দ্রের হাত ধরে পড়ার বইয়ের বাইরের পড়ার জগতে প্রবেশ।

Showing all 5 results

Show sidebar