মুহাম্মদ মুসা খান : সৃজনকর্মের মাধ্যমে যিনি প্রকাশ করেন সমাজের প্রতি দায়বদ্ধতা
মুহাম্মদ মুসা খান। কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, কলাম লেখক ও সমাজকর্মী। লেখালেখির জগতে বিচরণ প্রায় চল্লিশ বছর ধরে। দৈনিক আজাদীসহ বিভিন্ন পত্রিকায় কলাম লিখে পেয়েছেন ব্যাপক পরিচিতি। লেখার বিষয় : সমসাময়িক ঘটনাবলি, দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি। তাঁর কলামে অবলীলায় উঠে আসে সমকালীনতা। সামাজিক অনাচার, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে তিনি কলম ধরেন। তিনি মানুষকে ‘মানুষ’ হিসেবে প্রকাশ করতে চান তাঁর গল্পে, তাঁর কলামে এবং বিভিন্ন লেখায়। তাঁর মূল লক্ষ্য মনুষ্যত্ববোধকে জাগ্রত করা এবং সম্প্রসারিত করা। সততা, প্রতিভা, সময়, শ্রম, অভিজ্ঞতা ও মেধাকে তিনি বিনিয়োগ করছেন তাঁর লেখা ও প্রাসঙ্গিক কর্মকা-ে, নিঃস্বার্থভাবে। এই সৃজনকর্ম ও সৃষ্টিশীল পেশার মাধ্যমে প্রকাশ করেন সমাজের প্রতি তাঁর অঙ্গীকার ও দায়বদ্ধতা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একসময়ের মেধাবী ছাত্র মুহাম্মদ মুসা খান অনার্স ও মাস্টার্স করেছেন রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে। রাজনীতি বিষয়ক পর্যবেক্ষণ ও বিশ্লেষণ চমৎকার। মতের ভিন্নতার প্রতি শ্রদ্ধাশীল তিনি। পরমতসহিষ্ণু এই লেখক লেখালেখির পাশাপাশি যুক্ত রয়েছেন চট্টগ্রাম একাডেমিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে। লেখকের প্রথম উপন্যাস ‘দুঃখিনী এক নারীর গল্প’ প্রকাশিত হয় ২০০৬ সালে, যেটি মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা। পত্রিকায় প্রকাশিত নির্বাচিত কলাম নিয়ে প্রবন্ধ গ্রন্থ ‘চোখ মেনে দেখুন’ প্রকাশিত হয়েছে অতি সম্প্রতি (অক্টোবর’২০)। নোবেলজয়ী প্রফেসর ইউনূসকে নিয়ে তাঁর আরেকটি গ্রন্থ প্রকাশের পথে।
মুহাম্মদ মুসা খানের জন্ম ১৪ জুলাই ১৯৬২, চট্টগ্রামের পটিয়ায়। শৈশব ও কৈশোর কেটেছে গ্রামে।