শিরিন আফরোজ : নিসর্গ ইতিহাস আর ঐতিহ্যের প্রতিও যাঁর রয়েছে সুগভীর অনুরাগ

শিরিন আফরোজ। কবি ও ফ্যাশন ডিজাইনার। চট্টগ্রামের সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ। আমাদের চারপাশের জগৎ, জীবন, প্রকৃতি, প্রেম অবলীলায় উঠে আসে তাঁর কবিতায় অনিবার্য অনুষঙ্গ হয়ে। শুধু নিসর্গ নয়, বাংলাদেশের আবহমান ইতিহাস আর ঐতিহ্যের যে গৌরবগাথা, তার প্রতিও তাঁর রয়েছে সুগভীর অনুরাগ। ‘খুঁজি জীবনের সুখ’ শিরিন আফরোজের প্রথম কাব্যগ্রন্থ। গ্রন্থের প্রতিটি কবিতায় তিনি তাঁর মনের ভিতর গুঞ্জরিত ভাবনাগুলোরই চিত্রায়ন করেছেন। যা পাঠকের ভালো লাগার আকাশ স্পর্শ করবে নিঃসন্দেহে। তিনি তাঁর কবিতায় বলেন নিজের কথা অবলীলায়।

এক পৃথিবী সুখ নিয়ে ঘোরে দিবারাত্রির আলো!
কিন্তু আলো বিক্রি করে না সুখ!
দেখতে দেয়, ছুঁইতে দেয়,
তাইতো
একটু দেখবে বলে,একটু ছুঁবে বলে,
সে কি চেষ্টা !
সুখকে সবাই ভীষণ বাসে ভালো।
দু:খকে কেউ চায় না নিতে
তবুও সে আসে বুক পেতে,
অপ্রত্যাশিত কিছু যায় ঘটে
মনের নদীতে জোয়ার ওঠে।
আড়াল থেকে সুখ উঁকি দিয়ে বলে
আমরা দু’জন তো সাথে সাথে চলি
ক্ষণিকের জীবন এমনই চলে,
তোমরা বুঝে চলো,
আমরা তো এমনই বলি।

শিরিন আফরোজ ১৯৭৭ সালের ৮ই অক্টোবর চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার উত্তর ঢেমশা গ্রামে জন্ম। পিতা মরহুম ডা: আবু হানিফ, মাতা আয়েশা বেগম। চার ভাইবোনের মধ্যে তিনি মেজ। অষ্টম শ্রেণিতে পড়াকালীন শিরিন আফরোজের লেখালেখি শুরু। কবিতা ও গল্প পড়তে পড়তে লেখালেখিতে আত্মপ্রকাশ। আবদুর রব মোমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরে সাহিত্যাঙ্গনে আরো মনোযোগী হয়ে ওঠেন। লেখালেখির পাশাপাশি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবেও তিনি সমান পরিচিত। লায়ন্স ক্লাব অব রজনীগন্ধার সঙ্গে নিজেকে জড়িয়ে রেখে সমাজসেবা চালিয়ে যাচ্ছেন সমান্তরালভাবে।

Showing the single result

Show sidebar