বদরুননেসা সাজু : স্বভাবে লাজুক, কর্মে নির্ভীক ও আত্মবিশ্বাসী

বদরুননেসা সাজু একজন নিভৃতচারী লেখক। একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, সমালোচক ও গবেষক। তিনি স্বভাবে লাজুক, কর্মে
নির্ভীক ও আত্মবিশ্বাসী। তাঁর উপলব্ধিজাত অনুভূতিতে সমৃদ্ধ হয়েছে তাঁর প্রতিটি সাহিত্যকর্ম। জীবন ও জগতের গভীর উপলব্ধির প্রকাশকে বদরুননেসা সাজু শুধু গল্পে সীমাবদ্ধ রাখেননি, তাঁর শাণিত ও শক্তিশালী প্রবন্ধ বিভিন্ন রচনায় সমৃদ্ধ হয়েছে আমাদের সাহিত্যাঙ্গন।
বদরুননেসা সাজু পেশাগত জীবনে কাটিরহাট মহিলা কলেজে প্রভাষক, শিক্ষক প্রতিনিধি এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ কলেজে প্রাণিবিদ্যা বিভাগে তিনি বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে মহিলা কলেজ চট্টগ্রামেও উক্ত পদে অনুরূপ নিয়োজিত আছেন। তিনি সাহিত্য ও সমাজসেবামূলক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত।
অধ্যাপনা জীবনের পাশাপাশি তিনি নিজেকে লেখালেখির সাথে জড়িত রেখেছেন প্রায় তিন দশকের অধিক সময় ধরে। কবিতা গল্প প্রবন্ধের মাধ্যমে লেখালেখির হাতেখড়ি আশির দশকে। মরমী সংগীতের ওপর গবেষণাধর্মী প্রবন্ধ রচনা তাঁর প্রিয় অনুষঙ্গ হলেও বিভিন্ন পত্রিকায়, ম্যাগাজিনে প্রচুর কবিতা গল্প এবং নানা বিষয়ের ওপর তিনি প্রবন্ধ লিখেছেন। এ যাবৎ তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে মদিরা, শব্দহীন রাতের শব্দ, চিরন্তন পথিকৃৎ, নিসর্গ আলোর ঠিকানা, নারী জাগে কর্মযজ্ঞে আনন্দে, মরমী গান সাধক পুরুষ ও অন্যান্য এবং তাঁর ৮ বছরের শ্রম, সাধনা ও গবেষণার ফসল যৌথ গ্রন্থ মাইজভান্ডারী দর্শনের মানসপুত্র (কুতুবুল ইরশাদ) সৈয়দ নুরুল বখতেয়ার শাহ (র.) জীবন চরিত ও কর্ম পরিক্রমা, গল্পগ্রন্থ ‘জেগে ওঠার দিন’। এছাড়া Peculiarities Of The Alimentary Canal Of Some Fresh Water Fishes নামে প্রাণিবিদ্যা ফিসারী গ্রুপের তাঁর একটি প্রজেক্ট গবেষণা রয়েছে। এরপর বের হলো । এছাড়া লিখেছেন দ্বাদশ শ্রেণীর পাঠ্যবই জীববিজ্ঞান ২য় পত্র (যৌথ)।
সমালোচকদের মতে, বিশ্লেষণধর্মী সাহিত্য সৃষ্টিতে প্রবহমান জীবন বদরুননেসা সাজুর প্রেরণার মূল স্তম্ভ হয়ে কাজ করেছে। সমাজ সভ্যতার ওপর দাঁড়িয়ে খেটে খাওয়া জীবনের স্বপ্নচারী জনগোষ্ঠীর ওপর ছিল তাঁর অসীম মমত্ববোধ। পরম সূক্ষ্মতায় নিজের যুক্তিকে তিনি উপস্থাপন করেছেন নিজের রচনায়। সমাজ ও দৃষ্টিভঙ্গির সমগ্রতাই তাঁর শিল্পসত্তার মূল উপাদান হয়ে কাজ করেছে। বলা যেতে পারে, তাঁর একেকটি রচনা সমাজের এক একটা আয়না। যে আয়না সমাজের আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন দিকগুলোকে চিহ্নিত করে। বদরুননেসা সাজু পরম মানবিক চেতনাশ্রয়ী জীবনের অধিকারী, যে মানবিকতা সম্প্রীতির কথা বলে।
বদরুননেসা সাজু লেখালেখির জন্য বহু পুরস্কার ও সম্মননা অর্জন করেন।

Showing the single result

Show sidebar