কাঞ্চনা চক্রবর্ত্তী : প্রবন্ধ-গবেষণায় যিনি ব্যয় করেন শ্রম ও মেধা
কাঞ্চনা চক্রবর্ত্তী প্রতিভাদীপ্ত এক প্রাবন্ধিক ও গবেষক। দেশ ও দেশের বাইরে নানা পত্রিকায় প্রবন্ধ লিখে তিনি ইতোমধ্যে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। দৈনিক আজাদী পত্রিকার মাধ্যমে তাঁর লেখালেখির শুভ সূচনা। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যসহ সমাজের বিভিন্ন দিক নিয়ে তিনি লিখে থাকেন। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ প্রজন্ম তাঁর লেখালেখির অন্যতম অনুষঙ্গ। ‘মুক্ত করো ভয়’ কাঞ্চনা চক্রবর্ত্তীর প্রথম প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয় ২০১৯ সালে। বিভিন্ন সময়ে প্রকাশিত প্রবন্ধ ও কলামগুলো থেকে বাছাই করে বেশ কয়েকটি লেখা এতে অন্তর্ভুক্ত হয়েছে। লেখাগুলোতে সমকালীন সমাজভাবনা প্রকাশ পেয়েছে। ‘বাংলা শিশুসাহিত্য ও তার অগ্রনায়কেরা’ কাঞ্চনা চক্রবর্ত্তীর দ্বিতীয় প্রবন্ধ গ্রন্থ, প্রকাশিত হয় ২০২০ সালে। এতে তিনি বাংলা শিশুসাহিত্যের প্রতিভাধর লেখকদের মধ্য থেকে সাতজন প্রাতঃস্মরণীয় মনীষীকে নিয়ে লেখার চেষ্টা করেছেন, যা নিতান্তই তাঁর ভালোবাসার প্রয়াস। গ্রন্থটি কাঞ্চনা চক্রবর্ত্তীর শ্রমলব্ধ গবেষণার ফসল। তিনি যেমন পরিশ্রমী, তেমনি কর্মঠ।
কাঞ্চনা চক্রবর্ত্তী অন্য আরো কয়েকটি বিষয়ে আন্তরিক ও আগ্রহী। বিষয়গুলোর মধ্যে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও শিশুসাহিত্য। আমরা যাঁরা শিশুসাহিত্য চর্চা করি, তাদের অনেকের আগ্রহ ও দৃষ্টি তাঁর শিশুসাহিত্য বিষয়ক গবেষণার দিকে। আমরা আশা করি, এ বিষয়ে তিনি তাঁর শ্রম মেধা ও সময় ব্যয়ে দ্বিধান্বিত হবেন না।
কাঞ্চনা চক্রবর্ত্তীর জন্ম ৪ঠা জুলাই ১৯৭১; নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরানপুর গ্রামে। বাবা: হীরালাল চক্রবর্ত্তী, মা: নীলু রাণী চক্রবর্ত্তী। চট্টগ্রাম শহরের কৃষ্ণ কুমারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর (লিমনোলজি এবং ফিশারিজ বায়োলজি শাখা) ডিগ্রি লাভ করেন। ১৯৯৯ সালে শিক্ষকতাকে পেশা হিসাবে গ্রহণ করেন এবং নিজামপুর কলেজে প্রভাষক হিসাবে যোগ দেন। বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Showing all 2 results

Show sidebar