লুৎফর রহমান রিটন : ‘সাতচল্লিশোত্তর বাংলাদেশের শিশুকবিতার ধারায় সবচেয়ে সফল কবি’

লুৎফর রহমান রিটন একজন আধুনিক ছড়াশিল্পী। বাংলা ছড়াসাহিত্যে এক দুর্দমনীয় ও জনপ্রিয় নাম। যিনি বাংলা ছড়া সাহিত্যের চিরায়ত অনুষঙ্গ ও আবহকে ধারণ করে চিরন্তন ধারাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে পালন করছেন অগ্রণী ভূমিকা। ছড়ার সাথে যাঁর রয়েছে অন্তরের যোগ। আপাদমস্তক ছড়াকার বলে তিনি শয়নে স্বপনে জাগরণে শুধু ছড়াই দেখেন। তাঁর হাতের মুঠোয় অনায়াসে এসে ধরা দেয় অপূর্ব সব ছড়া। বিষয়ে, ভঙ্গিতে, শব্দে তিনি অনন্য। ছোটোদের ছড়া, বড়দের ছড়া, রাজনৈতিক ছড়া – বিভিন্ন ধরনের ছড়া লিখে তিনি রীতিমতো পরিণত হয়েছেন তারকায়। জাদুকরি ক্ষমতাগুণে তিনি আদায় করে নিতে পেরেছেন পাঠকের ভালোবাসা ও আলাদা রকমের সমীহ।
বক্তব্যের উপস্থাপনায় শব্দের সুনির্বাচনে, সুন্দর মিলের মুগ্ধতায়, ছন্দের পরম্পরায় তাঁর ছড়াগুলো পেয়েছে সহজাত রূপ। তাঁর স্বতন্ত্রবোধ – তাঁর মৌলিকতা তাঁকে বিশিষ্টতা দান করেছে। তাঁর ছড়াসমস্ত আমাদের মূল্যবান সম্পদ। আমরা তাঁর ছড়ার সৌন্দর্যের গান গাই। অধ্যাপক আবদুল্লাহ্ আবু সায়ীদ তাই বিনা দ্বিধায় -নিঃসংকোচে লিখতে পেরেছেন – ‘বুদ্ধির দীপ্তিতে, সজীব রসিকতায়, স্বতঃস্ফূর্ততায়, বিস্ময়ের শক্তিকে তাঁর শিশু-কিশোর কবিতা আমাদের সময়ের অন্যতম সেরা উপহার। আমার অনুভূতি এরকম যে, সাতচল্লিশোত্তর বাংলাদেশের শিশুকবিতার ধারায় তিনি সবচেয়ে সফল কবি এবং বাংলাভাষার শিশুসাহিত্যের উল্লেখযোগ্য কবিদের একজন।’
লুৎফর রহমান রিটনের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে : ধুত্তুরি, ঢাকা আমার ঢাকা, উপস্থিত সুধীবৃন্দ, হিজিবিজি, তোমার জন্য, ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধ, ছড়াসমস্ত, ভূতের বিয়ের নিমন্ত্রণে, ছোটদের ছোট ছোট ছড়া, বঙ্গবন্ধুসমগ্র প্রভৃতি।
শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা।

Showing all 3 results

Show sidebar