এলিজাবেথ আরিফা মুবাশ্শিরা : ব্যক্তি স্বাতন্ত্র্যবোধসম্পন্ন মানুষ

এলিজাবেথ আরিফা মুবাশ্শিরা একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, কলামিস্ট, শিশুসাহিত্যিক ও শিক্ষাবিদ। জন্ম ২৯ এপ্রিল ১৯৫০। চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার উত্তর মাদার্শা গ্রামের ঐতিহ্যবাহী পরিবার পন্ডিত বাড়িতে। পিতা মুফিজুল হক ছিলেন হাটহাজারী থানার প্রথম মুসলমান গ্র্যাজুয়েট, অতিরিক্ত জেলা জজ। সপ্তম শ্রেণীতে পড়ার সময় লেখালেখি জগতে প্রবেশ। আমাদের চারপাশে ঘটে যাওয়া নানা কাহিনী, সমাজচিত্র এবং সমাজের বিভিন্ন চরিত্র নিখুঁতভাবে ফুটে ওঠে তাঁর লেখায়। এ পর্যন্ত অনেকগুলো বই প্রকাশিত হয়েছে তাঁর। তন্মধ্যে কাব্যগ্রন্থ : নক্ষত্রহীন রাতে, শ্রাবণ দিনের কেয়া, বকুল ঝরা পথে; গল্পগ্রন্থ : অনুভব, বৈশাখের লাল গোলাপ, ফাল্গুনে একদিন, যখন ফুটলো ফুল, হৃদয়ে লেখো নাম; শিশুতোষ গল্পগ্রন্থ :ফুলপরীর দেশে, খুদে এক মুক্তিযোদ্ধার গল্প, গল্প হলেও সত্যি, স্বাধীনতার জন্য; এবং উপন্যাস : রৌদ্রদহন।
সমাজের বিভিন্ন সমস্যা বিশেষ করে নারীর প্রতি বিরূপ আচরণ, যৌতুকের জন্য নির্যাতন ইত্যাদি বিষয়গুলো সমাজ সচেতন মানুষ হিসেবে তাঁর মনকে পীড়িত করে তোলে, বিক্ষোভের সৃষ্টি করে। দেশের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত ও প্রতিকারের উপায়গুলো দৈনিক আজাদীতে ‘আমার দেশ আমার শহর’ শীর্ষক কলামে প্রকাশ করে মনের ভাবনা- চিন্তা পরিস্ফুট করার উদ্যোগ অব্যাহত রয়েছে।
নারী স্বাধীনতার প্রশ্নে এলিজাবেথ আরিফার ভাবনা খুব স্পষ্ট। তিনি মনে করেন নারী একজন মানুষ। তাই একজন মানুষের চিন্তা ও কর্মে যে স্বাধীনতার প্রয়োজন তা একজন নারীরও প্রয়োজন। প্রচন্ড ব্যক্তি স্বাতন্ত্র্যবোধসম্পন্ন মানুষ এলিজাবেথ আরিফার প্রিয় লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান।
দেশের প্রতি এলিজাবেথ আরিফার গভীর মমত্ববোধ বিদেশের নাগরিকত্বের মোহ ত্যাগ করে ১৯৯৭ সালে দেশে থাকার জন্য তিনি ফিরে এসেছেন। লেখালেখি ও সমাজ সেবার জগতে আমৃত্যু সক্রিয় অংশগ্রহণ করতেই তিনি আগ্রহী।

Showing all 3 results

Show sidebar