উত্তম সেন : খ্যাতিমান চিত্রশিল্পী, মেধাবী ছড়ালেখক

উত্তম সেন। চিত্রশিল্পী হিসেবে খ্যাতিমান। বাংলাদেশের অনেক নামী ও গুরুত্বপূর্ণ লেখকের বইয়ের প্রচ্ছদ করার গৌরব আছে তাঁর। তবে তাঁর আরেকটি পরিচয় তিনি একজন মেধাবী ছড়ালেখক। গত শতাব্দীর সত্তরের দশকে যে ক’জন বলিষ্ঠ ও মেধাবী লেখক বাংলাদেশের ছড়সাহিত্যকে পত্র-পল্লবে ভরিয়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন, উত্তম সেন তাঁদের অন্যতম। ছড়াসাহিত্য রচনা, সম্পাদনা, অলংকরণ-সব ক্ষেত্রে তিনি যেমন স্বতঃস্ফূর্ত ও স্বচ্ছন্দ ছিলেন, তেমনি ছিলেন পরিশ্রমী ও নিষ্ঠাবান। তাঁদের মতো শক্তিমান ছড়াকারের সশব্দ উপস্থিতিতে উলোট-পালট হয়ে গেছে সেই সময়ের প্রচলিত ধ্যান-ধারণা। শিশুতোষ ছড়া-কবিতা রচনায় যেমন তিনি অতুলনীয়, তেমনি ব্যঙ্গপ্রবণ সমাজমনস্ক ছড়া রচনাতেও তিনি নিপুণ-কারিগর। তাঁর কিছু কিছু লেখা পড়ে শিশুরা ছন্দের দোলায় আপ্লুত হয় ঠিকই, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে তার রসের ভোক্তা বয়স্কজন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর ছড়া ও চিত্রকর্ম ব্যাপক আলোড়ন তুলেছিল। এসব ছড়াকে আপাতদৃষ্টে হালকা মনে হলেও ‘ভেতরে পোরা থাকতো ইঙ্গিতময় রাজনৈতিক বক্তব্য, কিছু ছিলো স্পষ্ট, ঋজু, সমাজ সচেতন ও রাজনৈতিক’। একটি ছড়ার উদাহরণ দেওয়া যাক :

কোথায় দেশের দামালরা সব,
ঘুমিয়ে আছিস্ নাকী !
রক্ত চোখে তাকিয়ে আছে,
রাক্ষুসে বাজপাখি!

আর দেরি নয়; শক্ত হাতে
রুখতে হবে ওকে,
নইলে ঠোঁট আর নখের বিষে
করবে আঘাত তোকে !
[আজকের ছড়া/ উত্তম সেন]

পরে লেখালেখিতে তেমন সময় না দিলেও প্রকাশিত হয়েছে তাঁর কয়েকটি বই। এর মধ্যে রয়েছে : বজ্রমানিক দিয়ে গাঁথা, রঙিন মেঘের দল। দেশের আরেক খ্যাতিমান চিত্রশিল্পী ধ্রুব এষের সঙ্গে যৌথভাবে বের হয় ‘ছড়া আঁকা-ছবি লেখা’।
বাংলাদেশের প্রথম কিশোরকবিতার সংকলন ‘ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে’র তিন সম্পাদকের একজন তিনি। অন্য দুজন হলেন অজয় দাশগুপ্ত ও ওমর কায়সার।

উত্তম সেন আমার প্রথম কিশোরকবিতার বই ‘আকাশের সীমনায় সূর্যের ঠিকানায়’ গ্রন্থের প্রচ্ছদ করেছেন, যেটি প্রকাশিত হয় ১৯৯১ সালে। তারও আগে আমার বেশ কয়েকটি সংকলনের প্রচ্ছদ এঁকে আমাকে কৃতার্থ করেছেন তিনি। তন্মধ্যে ‘রাজাকারের বিরুদ্ধে ছড়া’, ‘দাবাইয়া রাখতে পারবা না’, ‘প্রেরণা’, ‘দুরন্ত’ উল্লেখযোগ্য। এখনো আমার যে কোনো কর্মে তাঁকে পাই সমান আন্তরিকতায়।

Showing all 4 results

Show sidebar