কবি সরওয়ার কামাল পাশার জন্ম ১৬ ফেব্রুয়ারি ১৯৭৪, রাউজান, চট্টগ্রাম। লেখালেখির হাতেখড়ি ১৯৮৭ সনে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রাবস্থায়। স্কুলের গ-ি পেরুনোর আগে বিভিন্ন জাতীয় দৈনিক, সাময়িকী, সংকলনে প্রকাশিত হয় শতাধিক ছড়া, কবিতা, গল্প। নব্বই এর দশকে বন্ধুবর ছড়াকার গোফরান উদ্দীন টিটুর সাথে লিটল ম্যাগ ‘কচিহাত’ সম্পাদনার পাশাপাশি যৌথ ছড়াগন্থ ‘যুগলবন্দি ছড়া’ প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক কিশোর উপন্যাস ‘চুমকি’ দৈনিক আজাদীতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় কলেজের গন্ডি পেরোনোর আগেই। চিকিৎসা শাস্ত্রে অধ্যয়নকালে ছেদ পড়ে ধারাবাহিকতায়। পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ লেখকের প্রথম কাব্য গ্রন্থ ‘জীবন নক্ষত্র ছুঁয়ে ছুঁয়ে দেখেছি’ ১৯৯৭-এর একুশের বইমেলায় আসে শকুন্তলা প্রকাশনী থেকে। বইটি উৎসর্গ করা হয় সতীর্থ গোফরান উদ্দীন টিটুকে। কবি সরওয়ার কামাল পাশা ছড়া কবিতা গল্পের বহুমাত্রিক নান্দনিকতায় পার করেছেন তিরিশ বছর।
আবার ফেরার গান
সরওয়ার কামাল পাশা
দিন ভাল নেই,
মন ভাল নেই,
তাই ভালো নেই আমি
ঐ যে দূরে,
তেপান্তরে,
তাই যেতে গিয়ে থামি।
দিন ফুরোনোর,
মন উড়ানোর,
সময় আছে থেমে,
বেলা অবেলার
আাজ রোদেলার
সূর্য গেছে ঘেমে।
কেটে গিয়ে সব,
হোক কলরব,
গাইবে জয়গান,
মন ভাল হোক
মন ভাল হোক
আবার ফিরুক প্রাণ।

Showing all 2 results

Show sidebar