ড. আনোয়ারা আলম : যিনি অতিক্রম করেছেন গোঁড়ামির বেড়াজাল
নানাদিকে মানুষ এখনো বন্দী। মুক্তি আজো কিংবদন্তি। মানুষ সেই মুক্তি খুঁজতে খুঁজতে জড়িয়ে আছে বিচিত্র জালে, আবদ্ধ হচ্ছে নতুন শেকলে। পৃথিবী জুড়ে বেশিরভাগ পুরুষই শেকলে আবদ্ধ, নানা জালে বন্দী। আর নারী?
সব পুরুষ মুক্ত না হলেও একজন অধীনতম পুরুষ একজন স্বাধীনতম নারীর চেয়ে অনেক বেশি মুক্ত। এখনো নারী বাস করছে প্রথা ও বিধি বিধানের কঠিন শৃঙ্খলে।
আমাদের বাংলাদেশে নারী-পুরুষের বিশুদ্ধ সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নিরন্তর সংগ্রাম করে চলেছেন যে জন গুণী লেখক, তাঁদের মধ্যে আনোয়ারা আলম অন্যতম। ড. আনোয়ারা আলম এক বহুমাত্রিক ব্যক্তিত্বের নাম। কি লেখালেখি, কি বক্তৃতা, কি উপস্থাপনা, কি গবেষণা- প্রতিটি খাতে তিনি অনন্য ও বিশিষ্ট।
নারীকে নিজের স্বাধীনতা ও অধিকার বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্যে নিজেকে যুক্ত করেছেন নানা কর্মকাণ্ডে। গল্প লেখেন, প্রবন্ধ লেখেন, সমসাময়িক প্রসঙ্গে কলাম লেখেন, লেখেন ছোটোদের জন্যও নানা স্বাদের রচনা। ‘ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের নারী’ গ্রন্থের জন্য জন্য পেয়েছেন ব্যাপক খ্যাতি ও পরিচিতি। এছাড়া আরো কয়েকটি বই প্রকাশিত হয়েছে তাঁর। এর মধ্যে রয়েছে ভাঙনের শব্দ, ভিন দেশে ঝরা পালক, ঝুঁকিপূর্ণ শ্রম ও শিশু, আমার শিক্ষকতার জীবন, বসন্তের বৃষ্টি প্রভৃতি।
আনোয়ারা আলমের রচনায় আমরা পাই তাঁর জীবনের গভীর উপলব্ধির প্রকাশ। তাঁর মননশীল চিন্তার সুন্দর উপস্থাপন প্রত্যক্ষ করি প্রায় সব কটি লেখায়। অত্যন্ত শাণিত ও যৌক্তিকভাবে তিনি তাঁর মতামত ব্যক্ত করেন পাঠকের সামনে। নানা লেখায় তিনি ভেঙেছেন সংস্কারের প্রাচীর এবং অতিক্রম করেছেন গোঁড়ামির বেড়াজাল।

Showing all 5 results

Show sidebar