নেছার আহমদ : দেশের পরিশ্রমী প্রাবন্ধিকদের উজ্জ্বল প্রতিনিধি

নেছার আহমদ। বাংলাদেশের প্রবন্ধসাহিত্য ও গবেষণার জগতে উল্লেখযোগ্য নাম। তাঁর প্রবন্ধ ও গবেষণার বিষয় মুক্তিযুদ্ধ, সমকালীন প্রসঙ্গ ও চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য। শহীদ পরিবারের সদস্য হিসেবে দেশ ও জাতির প্রতি তাঁর রয়েছে দায়বোধ। দৈনিক আজাদীসহ নানা পত্রিকায় লেখালেখি করেন। চট্টগ্রামের সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে প্রচুর লেখা লিখেছেন। চট্টগ্রামের প্রয়াত মনীষীদের নিয়ে গবেষণাধর্মী জীবনী রচনা করে তিনি ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। আমরা জানি, ‘প্রবন্ধ লালন করে জাতির মেধা আর মননের বিবর্তন- যার শরীরে উৎকীর্ণ হয় জাতিসত্তার রুচিবোধ, চেতনার ইতিকথা, সাহিত্য-বিকাশ এবং সভ্যতার সংকট। বাংলাদেশের প্রবন্ধসাহিত্যেও ছায়াপাত ঘটেছে আমাদের কালের সমস্যা ও সংকট, রুচিবোধ ও অভিলাষ, যুগের সম্ভাবনা ও সাহিত্যচিন্তা, ধরা পড়েছে আমাদের মেধার তীক্ষèতা ও কলাবোধের স্বাতন্ত্র্য।’ নেছার আহমদ দেশের সেই পরিশ্রমী প্রাবন্ধিকদের এক উজ্জ্বল প্রতিনিধি। তাঁর অবিরাম পরিশ্রম ও নিরন্তর প্রচেষ্টায় তিনি নিজেকে নির্মাণ করেছেন।

নেছার আহমদ। জন্ম ৩১ ডিসেম্বর ১৯৬২। চট্টগ্রামের পটিয়ায় তাঁর পৈত্রিক বাড়ি। পড়াশোনা ও বেড়ে ওঠা শহরের পরিবেশে। ছোটোবেলা থেকে লেখালেখির চর্চা হলেও পত্রিকায় লেখা প্রকাশ অনেক দেরিতে। গত শতকের আশির দশক থেকে নিরবচ্ছিন্ন এই প্রয়াস। লেখালেখির পাশাপাশি সাংগঠনিক দায়িত্ব তিনি পালন করেন। বঙ্গবন্ধু লেখক শিল্পী সম্মিলন পরিষদসহ অসংখ্য সংগঠনের সঙ্গে জড়িত। এক সময় চট্টগ্রাম একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। তাঁর সম্পাদনায় নিয়মিত প্রকাশিত হয় সমাজ-ভাবনা ও শিল্প-সাহিত্য বিষয়ক পত্রিকা ‘শিল্পশৈলী’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম একাডেমি প্রকাশিত অনন্য স্মারকগ্রন্থ ‘জাতির পিতা’ সম্পাদনা করার গৌরব ও কৃতিত্ব তাঁর। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২৫। তন্মধ্যে রয়েছে : বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, স্মরণের আবরণে চট্টগ্রামের কৃতী পুরুষ রচনাবলি-১, ইসলামবাদী, মুক্তিযুদ্ধের নায়কেরা ও প্রাসঙ্গিক দৃষ্টিপাত, শমি ইমতির গল্প, সমকালীন রাজনীতি ও প্রাসঙ্গিক বিষয় আশয়, আমাদের জাতীয় অবক্ষয়ের স্বরূপ, শহীদ বুদ্ধিজীবীদের গল্প, আমাদের ভুলে যাওয়া ইতিহাস, এক নদী রক্ত পেরিয়ে, বিশ শ্রেষ্ঠ বাঙালি প্রভৃতি।

Showing all 5 results

Show sidebar