বিপ্রদাশ বড়ুয়া

বিপ্রদাশ বড়ুয়া। শক্তিমান কথাসাহিত্যিক। সমকালীন সাহিত্যে অত্যন্ত সচল সক্রিয় লেখক। নিসর্গবিদ। ‘প্রকৃতির টানে তিনি ঘুরে বেড়ান দেশময়। ভালোবাসেন দেশের মাটি, মানুষের কাছে যেতে। নিবিড় পর্যবেক্ষণ করেন নিসর্গ-প্রকৃতি, পাখি ও জীব-জগত আর মানুষ। ব্যক্তিমানুষ, সামাজিক সত্তা, তার জীবনযাত্রা, হর্ষ, আনন্দ, বিষাদ সব মিলিয়েই তার সংগ্রাম, সংগ্রাম প্রকৃতি রক্ষার।’ চট্টগ্রামের ইছামতি গ্রাম থেকে উঠে আসা এই মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর পেশাগত জীবন শুরু করেন অধ্যাপনা দিয়ে। প্রথম জীবনে সাত বছর কলেজে অধ্যাপনা এবং পরে একুশ বছর বাংলাদেশ শিশু একাডেমির প্রকাশনা বিভাগে শিশু পত্রিকা সম্পাদনা ও বই প্রকাশের দায়িত্ব পালন করেন। এ প্রতিষ্ঠানের সহকারী পরিচালক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। তিনি গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন, লিখেছেন শিশুতোষ গল্প-উপন্যাস। এ পর্যন্ত ১৫০টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য শ্রামণ গৌতম, সমুদ্রচর ও বিদ্রোহীরা, ইয়াসমিন, সাদা কফিন, যুদ্ধজয়ের গল্প, নদীর নাম গণতন্ত্র, আমার প্রতিদ্বন্দ্বী আমি, কবিতায় বাকপ্রতিমা; কুমড়োলতা ও পাখি; সূর্য লুঠের গান; রোবট ও ফুল ফোটানোর রহস্য প্রভৃতি।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা।
বিপ্রদাশ বড়ুয়া আমাদের প্রিয় কথাসাহিত্যিক। তিনি যখন চট্টগ্রামে আসেন, বিভিন্ন জায়গায় ঘোরেন, আমরাও ঘুরে বেড়াই তাঁর ছায়াসঙ্গী হয়ে। কাপ্তাই, রাঙামাটি, বাঁশখালী, কক্সবাজারসহ নানা জায়গায় আমরা তাঁর কাছ থেকে নিয়েছি প্রকৃতির পাঠ। ৮১ বছর বয়সেও তিনি সপ্রাণ।

Showing all 3 results

Show sidebar