অধ্যক্ষ তহুরীন সবুর প্রচারবিমুখ বহুমুখী প্রতিভাসম্পন্ন একজন লেখক। কবিতা, গল্প, প্রবন্ধ, ফিচার প্রত্যেকটি মাধ্যমে তাঁর বিচরণ স্বতঃস্ফুর্ত ও সচ্ছন্দ। ছোটবেলা থেকেই লেখালিখি করে আসলেও আশির দশকেই তাঁর কণ্ঠস্বর স্পষ্ট হয়ে ওঠে। তহুরীন সবুর চট্টগ্রামের বাঁশখালী থানার অন্তর্গত খানখানাবাদের সন্তান। দক্ষিণ চট্টগ্রামের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট আইনজীবি মরহুম আবদুস সবুর এবং সাহিত্যিক রতœগর্ভা মমতাজ সবুরের তিনি ৫ম সন্তান। ১৯৮৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্ব বিষয়ে অনার্স ও ১৯৮৭ সালে মাস্টার্স করার পর পেশা হিসেবে বেছে নিয়েছেন অধ্যাপনাকে। ১৯৮৮ সালে মহিলা কলেজ চট্টগ্রামে সমাজতত্ত্ব বিভাগে প্রভাষক পদে যোগদান করে দীর্ঘকাল বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তহুরীন সবুর একই কলেজে উপাধ্যক্ষ এবং ২০১২ সালে অধ্যক্ষ পদে যোগদান করেন। তিনি ২০১৩ সালে নায়েম-এ অনুষ্ঠিত ১০২তম শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা (অধ্যক্ষ) বিষয়ক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি মালেশিয়া নটিংহাম ইউনিভার্সিটিতে শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত বৃত্তিতে লিডারশীপ এন্ড ম্যানেজমেন্ট বিষয়ের উপর প্রশিক্ষণপ্রাপ্ত। দীর্ঘদিন তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও ডিগ্রী কোর্সের পরীক্ষক ও প্রধান পরীক্ষক হিসেবে নিয়োজিত আছেন।
বনে বন্যরা আর মাতৃক্রোড়ে শিশুরা যেমন স্বাভাবিক ও সাবলীল, সাহিত্য জগতে তহুরীন সবুর এর বিচরণ ও অবস্থান তেমনটাই হয়ে উঠতে পেরেছে পারিবারিক উত্তরাধিকারের কারণে। সমৃদ্ধ এই উত্তরাধিকারই কবিতা ও কথাশিল্পে তাঁকে একেবারে শুরু থেকেই স্বতন্ত্র কণ্ঠস্বর দিয়েছে এবং শিল্পনিপুণ বাক্ভঙ্গীর অধিকারী করে তুলেছে। তাঁর কবিতা প্রবলভাবে চিত্ররূপময়। দৃশ্য থেকে দৃশ্যে যেতে, চিত্র থেকে চিত্রান্তরে গমনে তাঁর কবিতা চৈতন্যের গভীরে প্রবেশ করে। ছোট গল্পে তিনি মানুষের অর্ন্তজগৎ ও বিপরীত্যকে তুলে ধরতে সহজিয়া একজন।
তহুরীন সবুরের প্রকাশিত গ্রন্থ সমূহের মধ্যে ‘আভূমি নত হয়ে আছি (কাব্যগ্রন্থ) কহে কথা শব্দ সকল (গল্পগ্রন্থ) আমাদের রাজহংস দিনে (কাব্যগ্রন্থ), নীল এ্যাকুরিয়াম (গল্পগ্রন্থ), দিনটি আজ আমাকে দাও (কাব্যগ্রন্থ) ভ্রমনে যত আনন্দ (ভ্রমনকাহিনী), নিঃসঙ্গ মাঠের গল্প (গল্পগ্রন্থ), ছড়ার সাথে পড়ার সাথে (ছড়াগ্রন্থ) উল্লেখযোগ্য।
তিনি চট্টগ্রাম বেতারে নারী ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। তিনি বহু সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানে প্রশিক্ষক ও বিচারকের দায়িত্ব পালন করেন। তহুরীন সবুর বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম একাডেমি, চট্টগ্রাম লেখিকা সংঘ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, বাঁশখালী ফাউন্ডেশন, ইঞ্জিনিয়ার আবদুল খালেক ও প্রফেসর মোঃ খালেদ ফাউন্ডেশন, কিডনী ফাউন্ডেশন চট্টগ্রাম এর জীবন সদস্য।
২০১১ সালে লেখালেখিতে কৃতিত্বস্বরূপ দৈনিক চট্টগ্রাম মঞ্চ কর্তৃক লেখক সম্মাননা পুরস্কার লাভ করেন। ২০১৩ সালে পান লেখিকা সংঘ কর্তৃক সম্মাননা। ২০১৭ সালে পান ইঞ্জিনিয়ার আবদুল খালেক ও প্রফেসর মোঃ খালেদ ফাউন্ডেশন কর্তৃৃক সাহিত্য পুরস্কার। শিক্ষায় অবদানের জন্যও তিনি বহু পুরষ্কার লাভ করেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এ চট্টগ্রাম মহানগর কোতোয়ালী থানায় শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান) নির্বাচিত হন।