গবেষক আহমদুল ইসলাম চৌধুরী : যাঁর ধ্যান-জ্ঞান মানুষের কল্যাণ
আহমদুল ইসলাম চৌধুরী এক সমাজব্যক্তিত্বের নাম। প্রবীণ প্রাবন্ধিক, কলাম লেখক এবং ইসলাম ধর্ম ও সংস্কৃতি বিষয়ক গবেষক। যাঁর ধ্যান-জ্ঞান মানুষের কল্যাণ। দৈনিক আজাদীতে ‘প্রবাহ’ শীর্ষক কলাম লিখে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। তাঁর একটা পাঠক শ্রেণি গড়ে উঠেছে। ভ্রমণ বিষয়ক লেখায় তিনি সংশ্লিষ্ট দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন। ফলে পাঠক ভ্রমণকাহিনির ভেতর বাড়তি আরো কিছুর সন্ধান লাভ করেন। বহুমুখী প্রতিভার অধিকারী আহমদুল ইসলাম চৌধুরীর জন্ম ১৯৫০ সালের ১৮ জানুয়ারি চট্টগ্রামের বাঁশখালীর খান বাহাদুর বাড়িতে (সাবেক উজির বাড়ি)। ব্রিটিশ আমলে দু’দুবারের পার্লামেন্ট সদস্য, উপমহাদেশের অন্যতম খ্যাতিমান জমিদার ও সম্ভ্রান্ত ব্যক্তিত্ব খান বাহাদুর বদি আহমদ চৌধুরীর তৃতীয় পুত্র তিনি।
আহমদুল ইসলাম চৌধুরী একজন প্রচারবিমুখ সমাজসেবী। তিনি পারিবারিক ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের সহযোগিতা নিয়ে ১৮টি ধর্মীয়, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা গড়ে তোলেন। তিনি এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা মহাদেশের বহু দেশ সফর করেন। তৎমধ্যে ইরান ও তুরস্কে রাষ্ট্রীয় অতিথি হয়ে সফর করেন।
জানা গেছে, তাঁর প্রকাশিত প্রবন্ধের সংখ্যা প্রায় ১ হাজার ৪ শত। এ পর্যন্ত তাঁর ৩৩টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে ইসলামের বিকাশ বিশ্বময়, ওয়াইসী হয়ে আজমগড়ী সিলসিলা, ওসমানীয় সা¤্রাজ্যের দেশ তুরস্ক, পারস্য থেকে ইরান
ঐতিহ্যের চট্টগ্রাম উল্লেখযোগ্য।