কবি, ছড়াশিল্পী, লেখক, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু। ইতঃপূর্বে বেরিয়েছে টিটুর ছড়াগ্রন্থ ‘আমার ছড়া কইবে কথা’ (২০০৬), কিশোর গল্পগ্রন্থ ‘কাটাগাছের ভূত’ (২০০৮), ‘নাশরাহ্’র জন্য ছড়া’ (২০১১), রোমান্টিক গল্পগ্রন্থ ‘কোথাও বসন্ত’ (২০১৫), প্রেমকাব্য ‘প্রিয়দর্শিনীরজন্য ভালোবাসা’ (২০১৭), ‘ছড়াগ্রন্থ ‘বইপড়–য়া কাকতাড়–য়া’ (২০১৮), ‘নাশরাহ্র জন্য ছড়া’ (২০১৮) ও ‘ছয়গুণী ছড়াশিল্পী’ (২০১৯), প্রেমের ছড়া’ (২০১৯) ‘এলিজি’ (২০২০) ‘পূণ্যস্মৃতি’ (২০২০) কিশোর কাব্যগ্রন্থ ‘হাসবে বাংলাদেশ’।
চট্টগ্রাম কলোজিয়েট স্কুলে ৮ম শ্রেণিতে পড়াকালীন টিটুর প্রথম ছড়া ‘ঘুড়ি’ দৈনিক পূর্বকোণে প্রকাশিত হয় ১০ অক্টোবর, ১৯৮৭ সালে। বর্তমানে ওমরগণি এম. ই. এস. বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা বিভাগে অধ্যাপনার পাশাপাশি গোফরান উদ্দীন টিটু নিয়মিত লেখালেখি করেন।

Showing all 5 results

Show sidebar