দীনা মরিয়ম : যিনি ছুটে চলেন জীবনের অনুপম অন্বেষায়
দীনা মরিয়ম চট্টগ্রামের কথাসাহিত্যে সুপরিচিত এক নাম। কবিতা ছড়া লিখলেও কথাসাহিত্যই তাঁর মূল চর্চিত মাধ্যম। তিনি বিশিষ্ট তাঁর ‘নিজস্ব সৃজনসম্ভার এবং লিখনকুশলতায়’।
কোনো এক লেখক বলেছিলেন, ‘লেখক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া বা সচেতন পাঠকের প্রিয় হয়ে উঠতে রাশি রাশি রচনার দরকার পড়ে না কোনোভাবেই’। দীনা মরিয়ম তেমন এক লেখক, যিনি অজ¯্র লিখেননি। কিন্তু যে কয়েকটি বই রচনা করেছেন, তার মধ্যেই পাঠক তাঁকে আলাদাভাবে চিহ্নি করার সুযোগ পাচ্ছেন। বড় ও ছোটো- উভয়ের জন্য তাঁর গল্প লেখালেখি। প্রকাশিত হয়েছে বড়দের গল্পের বই : আকাশ নিল মেঘের সাজ, তটে আঁকা ছবি ও রূপালি পাতের ঝিলিক এবং উপন্যাস : ‘তোমায় নতুন করে পাবো বলে’। বলা যায় দীনা মরিয়ম একজন সমাজসচেতন লেখক। মানুষ ও সমাজকে দেখার চোখ অত্যন্ত তীক্ষ্ণ এবং বোধও তাঁর গাঢ়। তাঁর গল্পে উঠে এসেছে ‘মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সম্পর্কের বিচিত্র অম্লমধুর ভালোবাসা-প্রতারণা-হিংসা-দ্বন্দ্ব-ঘাত এবং অভিঘাত’। তিনি ছুটে চলেন জীবনের অনুপম অন্বেষায়।
ছোটোদের জন্য রচিত গল্পগুলোও অসাধারণ। প্রকাশিত হয়েছে ছোটোদের জন্য তাঁর তিনটি গল্পগ্রন্থ। সেগুলো হলো :
ওর সাথী প্রজাপতি, যে গল্পের হয় না শেষ, নানজীবা ও তার সাথীরা।
দীনা মরিয়মের জন্ম বগুড়ায়। ব্যবস্থাপনায় ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সম্পন্ন করেন এলএলবিও।
প্রথম বই প্রকাশ: ২০১০ সাল।
বই:
আকাশ নিল মেঘের সাজ (গল্পগ্রন্থ)
তটে আঁকা ছবি (গল্পগ্রন্থ)
রূপালি পাতের ঝিলিক (গল্পগ্রন্থ)
তোমায় নতুন করে পাবো বলে (উপন্যাস)
ওর সাথী প্রজাপতি (শিশুতোষ গল্পগ্রন্থ)
যে গল্পের হয় না শেষ (শিশুতোষ গল্পগ্রন্থ)
নানজীবা ও তার সাথীরা (শিশুতোষ গল্পগ্রন্থ)