বাসুদেব খাস্তগীর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। বাবা প্রয়াত বিজয় ভূষণ খাস্তগীর, মা মিনতি রানী সরকার। বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন। ১৯৮৪ সালে কলেজে উচ্চ মাধ্যমিক পড়াকালীন চট্টগ্রামের তৎকালীন দৈনিক নয়াবাংলার শিশু কিশোর পাতা ‘ছোটদের মজলিশ’ এ তাঁর প্রথম ছড়া প্রকাশিত হয়। এরপর পত্রপত্রিকায় সময়ে সময়ে লিখতে থাকেন ছড়া, কবিতা, প্রবন্ধ ও সমসাময়িক নানা বিষয় নিয়ে। তিনি ২০০৭ সালে বাংলাদেশ বেতার ও ২০১০ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকারের মর্যাদা লাভ করেন। দীর্ঘদিন গান লেখায় নিমগ্ন থাকলেও ছড়া, কবিতা, গল্প ও প্রবন্ধ লেখায় তিনি নিজেকে আবার সম্পৃক্ত করেন। প্রকৃতি, শিশুতোষ ভাবনা, সমাজে বিদ্যমান নানা অসংগতি, কুসংস্কার, কূপমণ্ডূকতা ও হাসি-কান্নার বিষয়গুলো ছড়ার ছন্দে তাঁর কলমে শিল্প হয়ে ধরা দেয়। শিশুতোষ ছড়া, গল্প, কিশোর কবিতা ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করছেন পত্রপত্রিকায়। লেখালেখিতে তাঁর উজ্জ্বল উপস্থিতি বেশ লক্ষণীয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও মাস্টার্স করার পর পেশা হিসাবে বেছে নিয়েছেন অধ্যাপনাকে। বর্তমানে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বি.এম.সি ডিগ্রি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে অধ্যাপনায় নিয়োজিত আছেন। পাশাপাশি জড়িত আছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সাথে।
পুরস্কার ও সম্মাননা-
১.‘নক্ষত্র ব্লগ’ঢাকা সেরা লেখক পুরস্কার-২০১৬
২.‘ঐতিহ্য সাংস্কৃতিক ফোরাম’ চট্টগ্রাম কর্তৃক ‘গীতিকবি’ সম্মাননা-২০১৯
৩.‘অক্ষরবৃত্ত’ বেস্ট সেলার সম্মাননা- ২০১৯

Showing all 5 results

Show sidebar