আদি নিবাস লক্ষীপুর জেলার নেয়ামতপুর গ্রাম হলেও শাহীন আক্তারের জন্ম এবং বেড়ে ওঠা বন্দর নগরী চট্টলায়। পিতা মরহুম মোহাম্মদ উল্লাহ এবং মাতা মরহুমা মোস্তাফিজুর নেছার কনিষ্ঠ সন্তান শাহীন আক্তার এর প্রাথমিক শিক্ষাঙ্গন ছিল বাংলাদেশ রেলওয়ে ষ্টেশন কলোনী প্রাথমিক বিদ্যালয়। এরপর তিনি অপর্নাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস, এস, সি এবং সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচ, এস, সি পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে সম্মান সহ এম, এস, সি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ডিয়াবাড়ী মডেল হাই স্কুল, উত্তরা, ঢাকায় শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।
লেখা পড়ার পাশাপাশি তিনি সংগীত ও আবৃত্তি চর্চায়ও নিয়োজিত ছিলেন। শাশ্বত ললিতকলা একাডেমী এবং শিল্পকলা একাডেমী থেকে তিনি সংগীতে কোর্স গ্রহণ করেন। শাহীন আক্তার দৈনিক আজাদী পত্রিকার শিশু বিভাগ “আগামীদের আসর’ এর একজন সদস্য ছিলেন। সেখান থেকেই তার লেখার অভ্যাস গড়ে ওঠে। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এর একজন তালিকাভুক্ত গীতিকার। বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা প্রকাশিত হওয়ার পাশাপাশি তার সম্পাদিত ‘কন্ঠের রংধনু’ নামে আবৃত্তি চর্চার একটি বই এবং ‘জ্যামিতি জ্ঞান’ নামে (১ম ও ২য় খন্ডে) দু’টি জ্যামিতি বই ‘অরেঞ্জ’ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়।
শিশুকালে ‘সূর্য শিশু খেলাঘর’ এর সদস্য হিসাবে অংশ গ্রহণের মধ্য দিয়ে তার সাং¯ৃ‹তিক কর্মকান্ডের সাথে যুক্ত হওয়ার সূচনা ঘটে। সেই থেকে অদ্যাবধি তিনি সাংস্কৃতিক কর্মকান্ডে ও লেখালেখিতে নিবেদিত।

Showing the single result

Show sidebar