জিললুর রহমান : এ সবুজ করুণ ডাঙায়
কবি জিললুর রহমান। জন্ম ১৬ নভেম্বর, ১৯৬৬; চট্টগ্রাম, বাংলাদেশ। আশির দশকের মাঝামাঝি থেকে তাঁর লেখালেখি। ইতোমধ্যে একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও অনুবাদক হিসেবে পেয়েছেন ব্যাপক পরিচিতি। পেশায় একজন চিকিৎসাবিজ্ঞানী হয়েও লেখালেখিতে অত্যন্ত নিবেদিত ও স্বতঃস্ফূর্ত। তিনি কবিতার পাশাপাশি কবিতা-বিষয়ক প্রবন্ধ এবং নন্দনতাত্ত্বিক প্রবন্ধ অনুবাদ করে কাব্যাঙ্গনে একটা অবস্থান তৈরি করেছেন। তাঁর কবিতায় যেমন গল্প থাকে, তেমনি থাকে নতুন ভাবনার চিরন্তন প্রকাশ। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে : অন্যমন্ত্র [কবিতা, লিরিক, ১৯৯৫] শাদা অন্ধকার [কবিতা, লিরিক, ২০১০] উত্তর আধুনিকতা : এ সবুজ করুণ ডাঙায় [প্রবন্ধ, লিরিক, ২০০১] অমৃত কথা [প্রবন্ধ, লিরিক, ২০১০] আধুনিকোত্তরবাদের নন্দনতত্ত্ব : কয়েকটি অনুবাদ [অনুবাদ, লিরিক, ২০১০], ডায়োজিনিসের হারিকেন [কবিতা, ভিন্নচোখ]। ‘উত্তর আধুনিকতা : এ সবুজ করুণ ডাঙায়’ গ্রন্থের মাধ্যমে তিনি তাঁর সাম্প্রতিক কাব্যভাবনাকে তুলে ধরতে সক্ষম হয়েছেন।
দৈনিক আজাদীর নিয়মিত লেখক তিনি। ব্যক্তিগতভাবে অমায়িক একজন মানুষ। লালন করেন সংবেদনশীল মন। করোনাকালে তাঁর চিকিৎসাসেবা পেয়েছে তাঁর অনুরক্তরা।