লেখক আনোয়ারা আজাদ : যিনি ধারণ করেন বহুমাত্রিকতা

‘প্রতিটি নারীকেই কম বেশি যৌন হয়রানির শিকার হতে হয়। কেউ যদি বলে কখনো এই ঝামেলায় তাকে পড়তে হয়নি, তাহলে বলবো, বোঝার মতো সেই বোধই নেই তার, নতুবা সে ভড়ং করছে। কারণ অনেক নারীই মনে করে এই কথা স্বীকার করলে খারাপ মেয়ের তকমা লেগে যাবে কপালে! …নারীর হয়রানি ঘর থেকে শুরু হয়ে চলতে থাকে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চাকরি, শেষ হয় স্বামীতে।’
এরকম অসম্ভব বাস্তবধর্মী লেখার জন্য যিনি অনেকের প্রিয় লেখক, আবার অনেকের গাত্রদাহের কারণ, তিনি আনোয়ারা আজাদ। সমসাময়িক বিষয় নিয়ে কলাম লিখে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন তিনি। কলাম লেখক যদিও তাঁর মূল পরিচয় নয়। মূলত তিনি সাহিত্যিক; একাধারে গল্পকার, ঔপন্যাসিক, কবি, শিশুসাহিত্যিক, ভ্রমণ লেখক ও প্রাবন্ধিক।
এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর ছয়টি উপন্যাস, ছয়টি গল্পগ্রন্থ, একটি কাব্যগ্রন্থ, চারটি শিশুতোষ গ্রন্থ, একটি সম্পাদনা ও একটি ভ্রমণ কাহিনি। তাঁর প্রকাশিত গল্প নিয়ে একটি ইংরেজি অনুবাদও আছে। বইগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যের দিনলিপি (২০০০), লোনা জলের হ্রদ (২০০৩), তাহাদের গল্প (২০১৬), বিহারি বৃত্তান্ত (২০১৭), পাঁচজনা, শঙ্খকন্যা আখতার, মেঘবিলাস, Identification and the other stories, translated by Saokot Hossain (2019) উল্লেখযোগ্য।
আনোয়ারা আজাদের জন্ম ২১ জুন ১৯৫৯, দিনাজপুর শহরে। বিজ্ঞান নিয়ে পড়াশোনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে নিয়েছেন ¯œাতকোত্তর ডিগ্রি।
আনোয়ারা আজাদের লেখালেখির বিষয়বস্তু সমকালীন সমাজ, মানুষের সুখ-দুঃখ- প্রেম, নারীর অগ্রগতি। ইতিহাসাশ্রয়ী অনুষঙ্গও তাঁর লেখার বিষয় হয়ে এসেছে। প্রিয় কথাসাহিত্যিক আনোয়ারা আজাদ

Showing the single result

Show sidebar