আহসানুল হক। ছড়াকার ও কবি। ছড়া সাহিত্যের এক উজ্জল নাম। দীর্ঘদিন যাবৎ লেখালেখি করছেন। এখনো নিয়মিত লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিক ও ম্যাগাজিনে। শিশুতোষ কবিতা-ছড়া লিখলেও তিনি বরাবরই সমাজ সচেতন। সমসাময়িক ঘটনাবলিও তিনি তুলে আনেন সাবলীলভাবে শব্দ আঁচড়ে, ছন্দ সুরে।
শৈশব থেকেই লেখালেখিতে ঝোঁক। চট্টগ্রামে দৈনিক আজাদীতে কবিতা প্রকাশের মাধ্যমে লেখালেখির অঙ্গনে প্রথম আত্মপ্রকাশ। বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন জাতীয় দৈনিকে সমসাময়িক বিষয়ে প্রচুর প্রবন্ধ লিখেছেন। এক সময়ে ‘শ্রাবণী চৌধুরী’ ছদ্মনামেও কবিতা লিখতেন। জন্ম : ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্বগুজরা গ্রামে। বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। পৈতৃক নিবাস চাঁদগাও আবাসিক এলাকায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক-প্রশাসন বিভাগে অনার্সসহ মাস্টার্স করেন। বাবা শামসুল হক চৌধুরী প্রাক্তন আমলা ও জাইকার সাবেক জাতীয় উপদেষ্টা। মা মরহুমা রোকেয়া হক। পেশাগত জীবনে তিনি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পদে কক্সবাজার জেলায় কর্মরত রয়েছেন। স্ত্রী ফাতেমা নাজনীন, কন্যা সারাফ নাওয়ার এবং পুত্র হাসিন ইন্তেসারকে নিয়ে তাঁর ছোট্ট সংসার।

Showing all 3 results

Show sidebar