তসলিম খাঁ। জন্ম ১৯৬৮ সাল ১লা জানুয়ারী চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মুরাদপুর শহীদ জানে আলম সড়কস্থ মাঝি’র বাড়ীতে। পিতা মরহুম মো. নুরুল ইসলাম। মাতা ছালেহা বেগম। ১৯৮৬ সালে তাঁর লেখালেখি শুরু। নানা বৈষয়িক ব্যস্ততায় লেখালেখিতে খুব বেশী সময় দিতে না পারলেও পত্রপত্রিকায় ও লিটলম্যাগে তাঁর বেশ উপস্থিতি ছিল। কয়েক বছর বিদেশে অবস্থান করে দেশে ফিরে ইতিমধ্যে আবার জড়িয়ে পড়েছেন লেখালেখি-সাহিত্য আড্ডার সুজসশীল ভুবনে। লেখালেখি ও ব্যাপক কর্ম তৎপরতার কারণে তসলিম খাঁ একজন ছড়াকার ও শিশুসাহিত্যিক হিসেবে নিজেকে ইতিমধ্যে পরিচিতি করে তুলতে সক্ষম হয়েছেন। বর্তমানে তিনি একটি প্রকাশনার সাহিত্য বিভাগের সম্পাদক ও একটি দৈনিক-এ নগর প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। তসলিম খাঁ একটি কম্পিউটার হাউস পরিচালনার ব্যস্ততার মাঝেও বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, লিটলম্যাগ, সংকলনে ছড়া, কবিতা, প্রবন্ধ লিখে চলেছেন। শিশুসাহিত্যিক তসলিম খাঁ একজন কর্মঠ-বন্ধুবৎসল ও পরিশ্রমী লেখক হিসেবে সবার প্রিয়ভাজন হয়ে উঠেছেন। “আমার এ দেশ সব মানুষের” তাঁর প্রথম ছাড়াগ্রন্থ।

Showing the single result

Show sidebar