গৌরী প্রভা দাশ : কবিতায় উজ্জ্বল মুখ

গৌরী প্রভা দাশ কবিতায় উজ্জ্বল এক মুখ। প্রকৃতি, প্রেম, দেশ, মানুষের মনস্তত্ত নিয়ে তাঁর ভাবনা। রোমান্টিকতা ও সমসাময়িক বিষয় তাঁর কবিতার মূল অনুষঙ্গ। এছাড়াও দ্রোহ, প্রেম, আনন্দ বেদনা নিয়ে চিরন্তন ভাবনার পাশাপাশি প্রিয় জন্মভূমির প্রতি আনুগত্য প্রকাশের অদম্য ইচ্ছে প্রকাশ পায় তাঁর কবিতায়। যেখানেই সুযোগ পান, সেখানেই যেন তিনি ঝলসে ওঠেন। লাফিয়ে ছোটে তার কবিতার পংক্তিগুলো। উচ্ছ্বসিত হয় কবিতার অক্ষরগুলো। একটি কবিতা পাঠ করা যাক :

আমাদের বৃষ্টিহীন দিন।
আমাদের উত্তাপহীন বোধ।
আমাদের দেহে স্থায়ী বসবাসের
জায়গা করে নিলো ঘুণপোকা।
সভ্যতার স্বর্ণশিখরে পৌঁছে আমরা
ভুলতে বসেছি মানুষ নামের স্বার্থকতা, মানবতা।

দিনে দিনে ভুগছি অকাল বার্ধক্যে, জরায়।
অবক্ষয়ের প্রবল দাপটে নিঃশেষিত হচ্ছে হৃদয়।

যদিও আমরা শুনতে পাই, দেখতেও সব পাই
কিন্তু শুনে দেখে থমকে দাঁড়িয়ে কালক্ষেপণে আগ্রহী নই।

দহন নিভাতে দগদগে ক্ষতে
সয়ে থাকার প্রলেপ লাগাই।
বোবা, বধির, নিরাসক্ত হয়ে দিন কাটাই।

গরমিলে, গোঁজামিলে থাকা সব রাষ্ট্রবিধান
নিয়ে মাথা ঘামাই না।
শ্বাপদ-সংকুল ভেবে প্রতিবাদের পথ ভুলেও মাড়াই না।

নিরাপদ দূরত্বে নিজের হিস্যা বুঝে নিয়ে কেটে পড়তে চাই।
পথের ধারে ধর্ষিতার গলিত লাশের গন্ধ থেকে
পালিয়ে বাঁচতে চাই।
ধুলিতে মুখ থুবড়ে পড়ে থাকা বিদ্যাসাগরকে
পাশ কাটিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে চাই।

আমাদের এই সময়ের মানুষগুলোর বোধশক্তি মনে হয় ভিতরে একটুও বেঁচে নেই?
এক বিন্দুও অবশিষ্ট নেই!

থাকলে হয়তো একবারের জন্য ও মনে করিয়ে দিতো –
আমরা এককালে মানুষ নামের সৃষ্টির সেরা জীবের
তকমায় ভূষিত করেছিলাম নিজেকে।
সে অহংকারে কতই না আত্মতৃপ্তিতে ভুগেছিলাম!

আমরা যে মানুষ হয়েই জন্মেছিলাম তা বুঝি
মনে পড়ে না আজ কারোই!
[আমরা বুঝি মানুষ ছিলাম / গৌরী প্রভা দাশ]

তাঁর কবিতার বইয়ের সংখ্যা দুটি। তার মধ্যে রয়েছে : মায়াডোর ও হৃদ কলমের আঁচড় (যৌথ)।
কবি গৌরী প্রভা দাশের জন্ম ৩১শে ডিসেম্বর ১৯৭৪, চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া গ্রামে। তবে বেড়ে উঠেছেন চট্টগ্রাম শহরে। শহুরে আলোছায়ায় থেকেও তিনি গ্রামীণ পরিবেশকে ভালোবাসেন খুব। মাঝেমাঝে ছুটে যান গ্রামে। গ্রামের সৌন্দর্য আর প্রকৃতি তাঁর রচনায় পায় বর্ণিল রূপ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিজ্ঞান বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী এই কবি পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকে। বর্তমানে তিনি চুয়েট কলেজের জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক।

Showing all 2 results

Show sidebar