আশির দশকের মাঝামাঝি সময়ে ইফতেখার মারুফের লেখায় হাতে খড়ি।এক দশক লেখালেখির পর নব্বই দশকের মাঝামাঝি থেকে প্রায় এক যুগ লেখালেখির জগৎ থেকে দূরে ছিলেন। ছড়া দিয়ে হাতেখড়ি হলেও শিশু-কিশোর গল্প লিখে বেশ সাড়া জাগিয়েছেন। এখনো তিনি ছড়া ও কবিতা লিখলেও গল্প তার প্রধান চারণভ’মি। ২০১৭ সালে তার প্রথম শিশু কিশোর গল্পগ্রন্থ ‘বীথিমণির গল্প’প্রকাশিত হয়। ২০১৮ সালে ২য় কিশোর গল্প গ্রন্থ‘সাবুর স্কুলে ফেরা’। ২০১৯ সালে ‘ মেঘের রাজ্যে বীথি’ও ২০২০ সালে ‘রামধোলাই’নামে আরো দুটি কিশোর গল্পগ্রন্থ প্রকাশিত হয়। ইতোমধ্যে তিনি স্বকাল শিশুসাহিত্য পুরস্কার-২০১৭ ও স্বাধীন সাস্কৃতিক একাডেমির ‘সাংবাদিক হাবিবুর রহমান খান স্মারক সম্মাননা- ২০১৮ লাভ করেছেন।এখন তিনি লেখালেখি ও সম্পাদনায় ব্যস্ত সময় কাটান। পেশায় সাংবাদিক ইফতেখার মারুফ সাপ্তাহিক স্লোগান এর নির্বাহী সম্পদকের দায়িত্ব পালন করছেন।

Showing all 4 results

Show sidebar