বিমল গুহ
বিমল গুহ, বাংলাদেশের অন্যতম খ্যাতিমান কবি। স্বাধীনতা-পরবর্তীকালে যাঁরা আমাদের কবিতায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তিনি তাঁদের একজন শক্তিশালী কণ্ঠস্বর। জন্ম- ২৭ অক্টোবর ১৯৫২, চট্টগ্রামে। লেখালেখি- ছাত্রাবস্থা থেকে।
প্রকাশিত গ্রন্থ: ৩৪৬টি- কাব্য ১৪টি, কিশোর কাব্য ৮টি ও অন্যান্য গ্রন্থ ১৪টি। সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন পুরস্কার ও সম্মান। আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেছেন দেশে ও বিদেশে বিভিন্ন সাহিত্যসভায়। পেশায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের পরিদর্শক। অবসরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় শিক্ষকতায় নিয়োাজিত হয়েছেন। যোগাযোগ- ২৮১ এলিফ্যান্ট রোড, ঢাকা ১২০৫। মুঠোফোন- +৮৮০১৭১৬৫২৫২৫৩
ইমেইল: drbimalguha@hotmail.com

Showing the single result

Show sidebar