মোহাম্মদ ফজলুল রেজা, জন্ম ২ ফেব্রুয়ারি, ১৯৭৬ খ্রিস্টাব্দ চট্টগ্রামের ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালিশহরের ২নং মাইলের মাথায়। রাজনীতিক ও ব্যবসায়ী বাবা মোহাম্মদ আবু জাফর পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন ২০০১ সালের ২৩ এপ্রিল। মা মরিয়ম বেগম। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে সপ্তম আর ভাইদের মধ্যে চতুর্থ তিনি। স্কুল জীবন থেকে রাজনীতিতে সক্রিয় ফজলুল রেজা ¯œাতক ডিগ্রি শেষ করে কিছুদিন চট্টগ্রাম আইন কলেজে পড়াশোনা করেন। তবে আইন পড়া শেষ না করেই তাকে যোগ দিতে হয় চাকরি জীবনে। চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড)-এর ইয়াং ইন্টারন্যাশনাল ও হেম্পল রি গার্মেন্টস কোম্পানিতে এক্সপোর্ট ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ম্যানেজারের পদে কাজ করেন ১৯৯৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত। ২০০৮ সালে চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন মেরিল্যান্ড অঙ্গরাজ্যে। সুলতানা রাজিয়াকে জীবনসঙ্গী হিসেবে দাম্পত্য জীবন শুরু করেন ২০১৩ সালের ২৯ মার্চ। অজানাকে জানার প্রতি আগ্রহী ফজলুল রেজা সুযোগ পেলেই জ্ঞানের তৃষ্ণা মেটাতে চলে যান লাইব্রেরিতে। তাছাড়া তিনি পছন্দ করেন পরিবারকে সময় দিতে আর ভ্রমণ করতে।

Showing the single result

Show sidebar