আনিসুল হক : বিষয়-বৈচিত্র্য ও আঙ্গিক প্রকরণে যতœশীল লেখক

আনিসুল হক। সমকালীন সাহিত্যে উজ্জ্বল একটি নাম। মূলত কথাসাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত হলেও, সাহিত্যের অন্যান্য শাখায়ও তাঁর স্বচ্ছন্দ বিচরণ লক্ষ করা যায়। গল্প, উপন্যাস ছাড়াও তিনি কবিতা, নাটক, প্রবন্ধ, স্মৃতিকথা, আত্মজীবনী, শিশুসাহিত্য, রম্যরচনা ইত্যাদি লিখেছেন। পেশাগত জীবনে তিনি একজন সাংবাদিক। বর্তমানে তিনি দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক পদে কর্মরত আছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) পুরকৌশল বিভাগ থেকে ডিগ্রি নিয়েও লেখালেখিকে বাছাই করেছেন জীবনের ব্রত হিসেবে। মানসগঠন ও লেখক হিসেবে অভিযাত্রায় তিনি নানা বাঁক অতিক্রম করেছেন। ফলে বাংলাদেশের সাহিত্যাঙ্গন পেয়েছে এই মেধাবী মানুষকে।
বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরে জাতির জনকের হত্যা প্রভৃতি বিষয় উঠে এসেছে অনুষঙ্গ হিসেবে তাঁর উপন্যাসে। রচনার বিষয়-বৈচিত্র্য ও আঙ্গিক প্রকরণে তিনি যথেষ্ট যতœশীল। মুক্তিযুদ্ধকালীন সত্য ঘটনা নিয়ে তাঁর লেখা ‘মা’ বহুল পঠিত একটি বই। এ পর্যন্ত ২০০টির অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। তাঁর মধ্যে ‘অন্ধকারের একশ বছর’, ‘মা’, ‘ফাঁদ’, ‘আয়েশামঙ্গল’, ‘যারা ভোর এনেছিল’, অপারেশন মুক্তাগাছা, এখানে থেমো না উল্লেখযোগ্য। বলা যায়, সমকালীন বাংলাদেশের কথাসাহিত্যে আনিসুল হক অনিবার্য ও অনন্য এক কথাশিল্পী। লেখালেখিতে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা তিনি অর্জন করেন।
আনিসুল হক : বিষয়-বৈচিত্র্য ও আঙ্গিক প্রকরণে যতœশীল লেখক

আনিসুল হক। সমকালীন সাহিত্যে উজ্জ্বল একটি নাম। মূলত কথাসাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত হলেও, সাহিত্যের অন্যান্য শাখায়ও তাঁর স্বচ্ছন্দ বিচরণ লক্ষ করা যায়। গল্প, উপন্যাস ছাড়াও তিনি কবিতা, নাটক, প্রবন্ধ, স্মৃতিকথা, আত্মজীবনী, শিশুসাহিত্য, রম্যরচনা ইত্যাদি লিখেছেন। পেশাগত জীবনে তিনি একজন সাংবাদিক। বর্তমানে তিনি দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক পদে কর্মরত আছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) পুরকৌশল বিভাগ থেকে ডিগ্রি নিয়েও লেখালেখিকে বাছাই করেছেন জীবনের ব্রত হিসেবে। মানসগঠন ও লেখক হিসেবে অভিযাত্রায় তিনি নানা বাঁক অতিক্রম করেছেন। ফলে বাংলাদেশের সাহিত্যাঙ্গন পেয়েছে এই মেধাবী মানুষকে।
বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরে জাতির জনকের হত্যা প্রভৃতি বিষয় উঠে এসেছে অনুষঙ্গ হিসেবে তাঁর উপন্যাসে। রচনার বিষয়-বৈচিত্র্য ও আঙ্গিক প্রকরণে তিনি যথেষ্ট যতœশীল। মুক্তিযুদ্ধকালীন সত্য ঘটনা নিয়ে তাঁর লেখা ‘মা’ বহুল পঠিত একটি বই। এ পর্যন্ত ২০০টির অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। তাঁর মধ্যে ‘অন্ধকারের একশ বছর’, ‘মা’, ‘ফাঁদ’, ‘আয়েশামঙ্গল’, ‘যারা ভোর এনেছিল’, অপারেশন মুক্তাগাছা, এখানে থেমো না উল্লেখযোগ্য। বলা যায়, সমকালীন বাংলাদেশের কথাসাহিত্যে আনিসুল হক অনিবার্য ও অনন্য এক কথাশিল্পী। লেখালেখিতে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা তিনি অর্জন করেন।

Showing all 3 results

Show sidebar