সৈয়দা সেলিমা আক্তার একজন একনিষ্ঠ ছড়াকার,কবি এবঙ গল্পকার।ইতঃপূর্বে বেরিয়েছে সেলিমার গ্রন্থ -ছোটদের গল্পগ্রন্থ ‘ভিকি, পিংকি এবঙ টুনটুনি পাখির গল্প'(২০০৮),’বালিকার চোখে উদাসী মেঘ'(২০১০),’যুগলবন্দি ছড়া – নাশরাহ্ র জন্য ছড়া'(২০১০),কাব্য গ্রন্হ’জাগতে আমি ভালোবাসি ‘(২০১৬),’মিঠে কড়া ছড়ার ঘড়া'(২০১৭),’বিষ্টি যখন পড়ে'(২০১৮),’মাগো তুমি'(২০১৯),ও ‘আয়রে খুকু'(২০২০)।
সাহিত্য সম্পাদক হিসেবে সম্পাদনা করেন মুকুল মেলার বার্ষিকী ‘ময়ূখ ‘।স্বামী লেখক-অধ্যাপক গোফরান উদ্দীন টিটুর সঙ্গে যৌথ সম্পাদনায় বেরিয়েছে শহিদ লে.কর্ণেল এনশাদ ইবনে আমিন স্মারকগ্রন্থ ‘হৃদয়ে রক্তক্ষরণ ‘(২০১১)।
সেলিমা নিয়মিত লিখেন বিভিন্ন সাময়িকী ও দৈনিকে।সেলিমা চট্টগ্রাম একাডেমির সদস্য, উদয়ন সংঘের মহিলা সম্পাদক এবঙ চট্টগ্রাম লেখিকা সংঘের কোষাধ্যক্ষ।
বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সেলিমা বর্তমানে নিয়মিত সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছেন।

Showing all 3 results

Show sidebar