জোবায়দা আক্তার চৌধুরী ১৯৭৭ সালের ১৩ই নভেম্বর চট্টগ্রাম জেলার কোতােয়ালী থানার অন্তর্গত এনায়েত বাজার এলাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার পৈত্রিক বাড়ি ফেনী জেলার অন্তর্গত ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা গ্রামে। মা সাহিদা আক্তার চৌধুরী একজন গৃহিণী এবং বাবা মরহুম ওয়াহিদুর রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নিয়ােজিত ছিলেন। নয় ভাই বোনের ভেতর তিনি ৭ম।

বাবার লেখালেখি এবং সাহিত্য প্রেম উৎসাহিত করে জোবায়দাকে। জোবায়দার শিক্ষা জীবন কাটে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্কুল অপর্ণাচরণ গার্লস হাইস্কুল এবং হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে। স্কুল জীবনে গার্লস গাইড করার সুবাদে চট্টগ্রাম বেতারে নাটক করার সূযোগ হয় । এবং ছােট বেলায় বৈচিত্র্যময় কৃষ্টিকালচারের সাথে জড়িত ছিলেন। এলাকায় পদাতিক ক্লাবের সাথে দীর্ঘ সময় যুক্ত ছিলেন। এই বৈচিত্রময় অভিজ্ঞতা এবং বাবার প্রভাবের প্রেরণার বহিঃপ্রকাশ তার লেখালেখি। শখের বশে লিখতে শুরু করেন কবিতা। পরবর্তীতে স্বামী ও সন্তানের অনুপ্রেরণায় লেখার জগতের সাথে নিবিড় ভাবে জড়িয়ে গেছেন। তার ভাললাগার কিছু কবিতা ঢাকা এবং চট্টগ্রামের কয়েকটি দৈনিক পত্রিকায় ছাপা হয়। বিশেষভাবে উল্লেখযােগ্য দৈনিক ইত্তেফাক, দৈনিক জনকণ্ঠ, দৈনিক কালেরকণ্ঠ এবং চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ এবং দৈনিক আজাদী পত্রিকায় ।

স্বামী মাহবুবুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহকারি মহাব্যবস্থাপক। তার এক পুত্র সন্তান মুনতাকা আখইয়ার নূর।

স্বামীর চাকরির সুবাদে বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে থাকতে হয়েছে তাকে। বর্তমানে তিনি স্বামী সম্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন এবং লেখালিখি অব্যাহত রেখেছেন। বর্তমানে রাজনৈতিক সমাজসেবামূলক একটি সংগঠন ভান্ডারিয়া উন্নয়ন পরিষদের পরিচালক হিসেবে নিয়ােজিত আছেন। এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। তাঁর দুটো কাব্যগ্রন্থ পার্ল পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে।

তাঁর প্রথম কাব্যগ্রন্থের নাম “ তােমার জন্য এক পৃথিবী লিখব “ এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ “ সে তুমি নও, তোমার ছায়া “

প্রথম কাব্যগ্রন্থ “ তোমার জন্য এক পৃথিবী লিখব “ প্রচ্ছদ : ধ্রুব এষ পার্ল পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে – ২০১৮ সালে

দ্বিতীয় কাব্যগ্রন্থ “ সে তুমি নও, তোমার ছায়া “ প্রচ্ছদ : ধ্রুব এষ পার্ল পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে- ২০১৯ সালে

Showing all 2 results

Show sidebar