আজিজ রাহমান। বাংলাদেশের কিশোরকবিতা আন্দোলনের অন্যতম যোদ্ধা ও নিবেদিতপ্রাণ কারুকর্মী। জন্ম ২২ এপ্রিল ১৯৬৫, চট্টগ্রাম শহরের সদরঘাট থানার পূর্বমাদারবাড়ী এলাকায়। বাবা আবু তাহের ও মা হাসিনা বেগম। কর্ণফুলী নদী সংলগ্ন বন্দর সন্নিকট এই এলাকায় তাঁর শৈশব ও কৈশোর পার করেছেন।
শিশুসাহিত্যের কোমল ভুবনে তাঁর বিচরণ একনিষ্ঠ। ছোটদের জন্য লিখেছেন অসংখ্য ছড়া, কবিতা ছাড়াও গল্প ও উপন্যাস। কিশোরকবিতায় রয়েছে অনবদ্য কাজ। তাঁর কবিতা অভিনব আঙ্গিক ও বৈচিত্রময় বিষয়ে ভরপুর, যা অনুপম ব্যঞ্জনায় দ্যুতি ছড়ায়। তিনি কবিতায় দেশ-মা-মাটির ছায়ায় মায়ায় ছোটোদের মননশীল ও আলোময় জগত গড়ে তুলতে আন্তরিক। আবহমান বাংলার ঐতিহ্য, একুশ, মুক্তিযুদ্ধ, দেশপ্রেমসহ নানামাত্রিক নৈসর্গিক চিত্র রূপায়নেও সচেষ্ট। অভিনব ভাবনার নান্দনিক বিন্যাসে সমৃদ্ধ তাঁর কবিতা সবার কাছে হয়ে ওঠে আবেদনময়ী।
মূলত গত শতকের আশির দশক থেকে কিশোরকবিতা চর্চায় নিজেকে নিয়োজিত রাখেন। তিনি ১৯৮৬ সাল থেকে ডেইলী লাইফ, দৈনিক পূর্বকোণ, দৈনিক ঈশান, সাপ্তাহিক চট্টলাসহ বিভিন্ন পত্রিকায় কর্মজীবন শেষ করে ১৯৯৬ সালের জুলাই থেকে নিজেই প্রকাশ করেন নান্দনিক পারিবারিক পত্রিকা ‘লাবণ্য’। বর্তমানে গড়ে তোলেন প্রকাশনা ডিজাইন হাউস ‘আইকো’।
তিনি চট্টগ্রাম শিল্পকলা একাডেমী ও চট্টগ্রাম একাডেমির সদস্য। শিশুসাহিত্যে অবদানের জন্য পেয়েছেন সম্মাননা ও পুরস্কার। তম্মধ্যে রয়েছে:
২০১৬ সালে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি প্রদত্ত ‘কিশোরকবিতা সম্মাননা’
২০১৮ সালে ‘নূর কোলাহল শিশুসাহিত্য পুরস্কার’
২০১৯ সালে ‘বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পদক’
২০১৯ সালে ‘স্বকাল শিশুসাহিত্য পুরস্কার-২০১৮’
প্রকাশিত গ্রন্থসমূহ
হিটলুর গোপন মিশন (কিশোর উপন্যাস) ১৯৯৫
ধূসর অভ্যন্তরে (আধুনিক কবিতা) ২০০১
রাঙা আলো রঙ ছড়ালো (কিশোর কবিতা) ২০১৬
রোদ তুলেছে আনন্দ ঢেউ (কিশোর কবিতা) ২০১৮
ছুটি বাজায় খুশির বাঁশি (কিশোর কবিতা) ২০১৯