ফিরোজা সামাদ : কবিতাই যাঁর প্রাণের বিষয়

ফিরোজা সামাদ। সাহিত্যের নানা শাখার তাঁর বিচরণ। তবে কবিতাই তাঁর প্রাণের বিষয়। কবিতার মধ্য দিয়ে নিজের ভালো লাগা, ক্ষোভ-অভিমান, দুঃখ-বেদনা, আনন্দ-উচ্ছ্বাস তুলে ধরার ক্ষেত্রে তিনি অকৃত্রিম। সমসাময়িক বিষয়গুলোও সুন্দরভাবে চিত্রায়িত হয় তাঁর পংক্তিতে। তিনি লিখেন :

আজ খ- বিখ- হচ্ছে
বিধাতার দেয়া আমার
সুগঠিত কোমল শরীর !
মৃত্যু আমার মানুষ নামের
কিছু হিংস্র হায়েনার হাতে!
ছিন্ন ভিন্ন করেছে ওরা
আমার শরীরটাকে,
ধর্ষিতা আমি,
হচ্ছে আমার লাশের
ময়না তদন্ত লাশ কাটা ঘরে!
লাশের টেবিল ঘিরে দাঁড়িয়ে
বইছে সমালোচনার ঝড়!
এতো সুন্দরী!
কতোজনের সাথে না জানি
ছিলো প্রেম!
কে যেনো বলে উঠলো,
আরে মেয়েদেরই সব দোষ
এতো আধুনিকা চললে
ছেলেরা তো একটু
দুষ্টুমি করবেই!
একজন আমার বুকের দিকে
লোলুপ দৃষ্টিতে তাকিয়ে,
ওর চোখে কামনা!
অন্যদের উপস্থিতি না থাকলে
হয়তো আরো একবার
ধর্ষিত হতো আমার মৃতদেহ!
চিৎকার করে বলতে চাচ্ছি,
কাটা ছেড়া করোনা আমায়,
ধর্ষিত হয়েছে আমার দেহ,
আমার অন্তরাত্মা আমার সত্তা
পূতপবিত্র!
তবুও হচ্ছে–
আমার লাশের ময়না তদন্ত
লাশ কাটা ঘরে !
[ময়না তদন্ত লাশ কাটা ঘরে / ফিরোজা সামাদ]

এরকম অনেক কবিতা রচনা করে ফিরোজা সামাদ তাঁর পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছেন। এ পর্যন্ত বেশ কয়েকটি বই তাঁর প্রকাশিত হয়েছে। তন্মধ্যে নদী ভাঙনের শব্দ, সামনে দাঁড়িয়ে মহাকাল, যে কথা যায় না বলা, অমরাবতী ভালোবাসা, হে পিতা-তোমার তর্জনী যে শাণিত তরবারি উল্লেখযোগ্য।

ফিরোজা সামাদের কবিতায় ভালোবাসা যেমন শৈল্পিকভাবে ধরা দেয়, তেমনি উঠে আসে সমকাল। সাম্প্রতিক সময়ে তিনি সংগীতের দিকে অগ্রসর হয়েছেন। গান লিখছেন, সুর দিচ্ছেন, আবার কখনো কখনো কণ্ঠও।
ফিরোজা সামাদ তদানীন্তন বরিশাল জেলার বরগুনা মহকুমার (বর্তমান বরগুনা জেলা) বরগুনা সদর উপজেলায় ১৯৫৯ সালের ১১ নভেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকাল ও কৈশোরের মিষ্টি মধুর দিনগুলি কাটে খাল-বিল, নদ-নদীর তরঙ্গ ধ্বনি, পলিমাটির সোঁদা গন্ধ এবং বন বীটপির ঘন বীথিকায় আচ্ছাদিত পল্লী মায়ের কোলে
লেখা-পড়ার গ-ি পেরিয়ে ১৯৮২ সালে সরকারি চাকুরিতে যোগ দেন।
চাকুরিকালে তিনি উপজেলা ভূমি প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনসহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দক্ষতার সাথে ২৭বছর যাবৎ গুরুত্বপূর্ণ দাযিত্ব পালন করেন। ২০০৯ সালে ঢাকা কালেক্টরের হাতে স্বেচ্ছাবসর গ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি এম.এ.সামাদ এডভাইজর, ইসলাম গ্রুপ এর সহধর্মিণী। বর্তমানে লেখালেখির পাশাপাশি মানবতার কল্যাণে ও সমাজ সেবা করে তার সময় কাটে।

Showing all 5 results

Show sidebar