জসিম উদ্দিন খান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমান মর্দ্দন গ্রামের ঐতিহ্যবাহী পেশকারবাড়ীতে ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় গুমান মর্দ্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুমান মর্দ্দন পেশকারহাট উচ্চ বিদ্যালয় হতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে চট্টগ্রাম কলেজ হতে উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে এম এ এবং সাদার্ন ইউনিভার্সিটি হতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং এর উপর এমবিএ করেন। শিক্ষকতা পেশা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি অগ্রণী ব্যাংক এ যোগ দেন এবং বর্তমানে বেসরকারী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এ ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
জসিম উদ্দিন খান একজন গীতিকার, কবি ও প্রাবন্ধিক। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভূক্ত গীতিকার ও গ্রন্থনাকারী।
“একবার ভালোবেসে দেখো” জসিম উদ্দিন খানের প্রথম কাব্যগ্রন্থ।