শাকিল আহমদ : ‘নতুন প্রজন্মের সাহিত্যতাত্ত্বিক’

শাকিল আহমদ। বিশিষ্ট প্রাবন্ধিক ও একজন পরিশ্রমী গবেষক । আলাউদ্দিন আল আজাদ যাঁকে ‘নতুন প্রজন্মের সাহিত্যতাত্ত্বিক’ হিসেবে অভিহিত করেছেন।
শাকিল আহমদের গবেষণার সীমানায় রয়েছে সাহিত্য-সংস্কৃতি, জাতীয় ও আঞ্চলিক ইতিহাস ঐতিহ্যের সন্ধান, ভাষা, ভাষা-আন্দোলন, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতির নানামুখী অনুসন্ধান। তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন প্রবন্ধ ও তুলনামূলক সাহিত্য নিয়ে। যদিও তাঁর লেখালেখির সূচনা কবিতা ও গল্প দিয়ে। পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর অর্জন করার সুবাদে তিনি মনোযোগী হন গবেষণায়। তাঁর বাবা শিক্ষাবিদ সাহিত্যিক চৌধুরী আহমদ ছফার উৎসাহ অনুপ্রেরণায় লেখালেখিতে প্রবেশ। চট্টগ্রামসহ দেশের নানা পত্রিকায় প্রবন্ধ লিখে চলেছেন। লেখার বিষয় ও মানের দিকে তিনি বেশ সচেতন। প্রচুর পড়াশোনা করে একটা লেখা দাঁড় করানোর শ্রমলব্ধ প্রয়াস আমরা লক্ষ করি। তাঁর প্রথম গবেষণা গ্রন্থ ‘বাংলাদেশের প্রবন্ধসাহিত্য পরিপ্রেক্ষিত চট্টগ্রাম’ প্রকাশিত হওয়ার পর ব্যাপক সাড়া পড়ে পাঠকসমাজে। যাঁরা প্রবন্ধ নিয়ে কাজ করছেন, তাঁদের মূল্যায়ন করা হলো এ গ্রন্থে সংক্ষিপ্ত পরিসরে। এর পর প্রকাশিত হয় তাঁর আরো দুটি গ্রন্থ। সেগুলো হলো : ‘মনন সৃজনের রেখাচিত্র’ এবং ‘বাঙালি জাতিসত্তা বিকাশে একুশ ও একাত্তর’।
শাকিল আহমদের জন্ম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর গ্রামে। প্রবন্ধ-গবেষণায় স্বীকৃতিস্বরূপ পেয়েছেন উদীচী পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার ও সম্মাননা।

Showing all 3 results

Show sidebar