আমানউদ্দীন আবদুল্লাহ ১৯৫২ সনের ২৮ মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত অলিয়ে কামেল হজরত শাহ সূফী আমানত খান (র.)-এর বংশধর। পিতা: মরহুম ফৌজুল আজীম খান। মাতা: মুসাম্মৎ হাসিনা খানম।
মিউনিসিপাল প্রাইমারী স্কুল পাঠ্যাবস্থায় তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘লিচু চোর’ কবিতাটি আবৃত্তি করে প্রথম পুরস্কার লাভ করেন। ১৯৬৫ সালে চট্টগ্রামের আজাদী পত্রিকার ‘আগামীদের আসর’ এর মাধ্যমে লেখালেখির হাতেখড়ি। এরপর থেকে নিয়মিত সাহিত্যচর্চা করে কলেছেন। প্রথম প্রকাশিত কবিতাগ্রন্থ ‘চাঁদনী আমার চাঁদনী’ ১৯৭৩ সালে প্রকাশিত হয়। তাঁর পূর্বপুরুষ হজরত শাহ সূফী আমানত খান (র.)-এর আধ্যাত্মিক জীবনের বিভিন্ন বিষয় নিয়ে তিনি ১৯৭৪, ১৯৯৯, ২০০৪ এবং ২০০৭ সালে চারটি গ্রন্থ প্রকাশ করেন। ২০১১ সালে প্রকাশিত হয় তাঁর কিশোর কবিতাগ্রন্থ ‘চাঁদের বুকে’ ২০১২ সালে প্রকাশিত হয় ছড়াগ্রন্থ ‘মিঠে কড়া ছড়ার বড়া’ ও ২০১৪ সালে প্রকাশিত হয় কিশোর কবিতাগ্রন্থ ‘মান করেনা খোকন সোনা’। তাঁর লেখালেখির পেছনে সাহিত্যানুরাগী সহধমির্নী তাহেরা খানমের অবদান ফল্গুধারার মতো সতত ক্রিয়াশীল।