আনজীর লিটন
ছড়াকার, শিশুসাহিত্যিক

আধুনিক ছড়াসাহিত্যে নিজস্বধারা তৈরি করে আনজীর লিটন দৃঢ়তার সঙ্গে নিবেদিত শিশুসাহিত্যের ভুবনে। জন্ম ১৭ জুন ১৯৬৫, ময়মনসিংহ। পিতা: আবদুল হাকিম। মাতা: জামিলা খাতুন। ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি। কলেজ জীবন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্সসহ মাস্টার্স করেন। বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছেন।
আনজীর লিটন আশির দশক থেকে লিখছেন। শিশুকিশোরদের জন্য গল্প, ছড়া, উপন্যাস এবং নাটক রচনার মধ্য দিয়ে তার লেখা আঙ্গিকের নতুনত্বে এবং বিষয়ের অভিনবত্বে ছোটদের এবং বড়দের কাছে প্রিয়। প্রচলিত বৃত্ত ভেঙে নিরীক্ষাধর্মী ছড়ায় তিন লাইনের অন্ত্যঃমিলে তিন রকম দৃশ্যকল্পে তৈরি করেছেন ত্রিমাত্রিক ছড়া। বাংলা শিশুসাহিত্যে চিরায়িত ছড়ায় বিনির্মাণ করেছেন প্রিয় ছন্দে নতুন দোলা। বাংলা ছড়ার ভুবনে দিয়েছেন মাধুর্য। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলা ও বাঙালির ঐতিহ্যকে লালন করেন। তার ছড়ায় বৈচিত্র্যময় হয়ে ওঠে লোকবাংলার আধুনিক রূপ। বক্তব্য, ছন্দ, উপমা, শৈল্পিকতা এবং উপস্থাপন রীতির নান্দনিকতায় আনজীর লিটনের লেখায় শোভা পায় শিশুদের মনোজগত। তার লেখায় আছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির নানান উপকরণ। তার রচিত কিশোর উপন্যাস মানিকের লাল কাঁকড়া শিশুসাহিত্যে এক অনবদ্য সংযোজন।
শিশুসাহিত্যে অবদান রাখায় পেয়েছেন অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার, ময়মনসিংহ প্রেসক্লাব পদক, বাংলাদেশ পাবলিক লাইব্রেরি একুশে সাহিত্য পুরস্কার, ভারতের কুসুমের ফেরা সাহিত্য পুরস্কারসহ অন্যান্য সম্মাননা।
বেতার ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা-গ্রন্থনা করছেন নিয়মিত। লিখছেন নাটক। নির্মাণ করছেন নাটক ও তথ্যচিত্র। বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের তিনটি গবেষণা সম্পন্ন করেছেন। ইউনিসেফ, সেভ দ্যা চিলড্রেন, ব্র্যাক এবং প্লান বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে অনেক বই।

Show sidebar

No products were found matching your selection.