ছড়াশিল্পী পাশা মোস্তফা কামালের জন্ম ১৯৬৫ খ্রিস্টাব্দে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাপুর গ্রামে। পিতা-মুজিবুর রহমান। মাতা-খালেদা আক্তার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

কলম ধরেছেন নব্বই এর দশকে। তাঁর প্রথম প্রকাশিত ছড়াগ্রন্থ ‘এক ঝুড়ি স্বপ্ন’ প্রকাশিত হয় ২০০২ খ্রিস্টাব্দে। সব মিলিয়ে এ পর্যন্ত তাঁর গ্রন্থ সংখ্যা ২৬। ছোটদের জন্য ছড়া, কবিতা, ও গল্পের পাশাপাশি সমাজ সচতনামূলক ছড়া লেখার চেষ্টা করেন। সম্প্রতি শিশু-কিশোরদের উপযোগী বেশ কিছু গবেষণাকাজ করেছেন বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে তাঁর মৌলিক গবেষণা গ্রন্থ রয়েছে। ছোটদের মাসিক কাগজ ঝুমঝুমি সম্পাদনা করেছেন ২০০১ সাল থেকে। বর্তমানে তিনি পত্রিকাটির প্রধান সম্পাদক।

তিনি একাধারে একজন সঙ্গীত শিল্পী এবং আবৃত্তিকার। অবসরে তবলা চর্চা করেন। দেশ, মাটি এবং মানুষের টানে ছড়া লেখেন তিনি। ভালোবাসেন শিশুদের জন্য কাজ করতে। পেশাগত দায়িত্বের অবসরে তিনি সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যাপৃত রাখেন নিজেকে।

Show sidebar

No products were found matching your selection.