রোকেয়া হক : দায়িত্ববান, নির্ভরযোগ্য ও আন্তরিক

রোকেয়া হক। কবি, শিক্ষক, উপস্থাপক, সংগঠক ও রন্ধন শিল্পী। এতো কিছু পরিচয় ছাপিয়ে বর্তমানে চট্টগ্রামের রন্ধন শিল্পে তাঁর পরিচয় বড় হয়ে উঠেছে। তিনি এক্ষেত্রে লাভ করেছেন ব্যাপক জনপ্রিয়তা। বাংলাদেশ টেলিভিশনে এ বিষয়ে একটা অনুষ্ঠান উপস্থাপনা করেন নিয়মিত।
আমরা জানি, রন্ধন শিল্পের প্রতি আমাদের গৃহিনীদের বিশেষ কৌতূহল আছে। সেই কৌতূহল মেটানোর জন্য রোকেয়া হক লিখলেন দুটি বই : ‘ঘরোয়া রান্নার সহজ কৌশল’ ও ‘কবজি ডুবিয়ে সবজি খান’। প্রথমটি প্রকাশিত হয় শৈলী থেকে, দ্বিতীয়টি প্রকাশ করে বাংলা প্রকাশ। রন্ধন শিল্পে তাঁর বিশেষ দুর্বলতার কারণে রোকেয়া হক প্রতিষ্ঠিত হতে চেয়েছেন সমর্যাদায়। ছোটকাল থেকেই রান্নাবান্নার প্রতি ঝোঁক ছিল বলেই পেশায় যুক্ত রাখতে পেরেছেন এ শিল্পকে। এক্ষেত্রে তাঁর জীবনসঙ্গী মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ তাঁকে যথেষ্ট সহযোগিতা করেন।
রোকেয়া হক নিয়মিত কবিতা চর্চায় আছেন। মনের ভাবনাগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করে আনন্দ পান তিনি। কখনো সমাজের কথা, কখনো মানুষের সম্পর্ক, কখনো দেশ নিয়ে তিনি তাঁর ভাবনাগুলো তুলে ধরেছেন। প্রকাশিত হয়েছে তাঁর দুটি কাব্যগ্রন্থ : ‘ স্বপ্নের বালুচর’ ও ‘লাল সবুজে ভালোবাসা’। এগুলো তাঁর ভালোবাসার ফসল।
সংগঠক হিসেবে তাঁর জুড়ি মেলা ভার। চট্টগ্রাম একাডেমির নির্বাচিত পরিচালক। সমাজসেবা করেন। লায়ন্স ক্লাবে আছেন দোর্দ-প্রতাপে। নানা অনুষ্ঠানে নিজেকে সম্পৃক্ত রাখেন ওতপ্রোতভাবে। তিনি নির্ভরযোগ্য। তাঁর ওপর দায়িত্ব অর্পণ করে চিন্তামুক্ত থাকা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞান বিষয়ে ¯œাতকোত্তর ডিগ্রি নিয়ে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন শিক্ষতাকে। বর্তমানে লুসেন্ট টিউটোরিয়ালের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
অত্যন্ত বন্ধু বৎসল এই মানুষটি অনেকের প্রিয়। সর্বদা হাসিখুশি থাকেন।

Show sidebar

No products were found matching your selection.