তিনি চট্টগ্রাম জেলার অন্তর্গত রাঙ্গুনিয়া উপজেলার বগাবিলী গ্রামে ১৯৭৮ সালে ১মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মুহাম্মদ শামসুল হক এবং মাতার নাম খালেছুর নুর।তাঁর পিতা ছিলেন একজন আদর্শ শিক্ষক ও মাতা সুগৃহিনী।
তাঁর স্ত্রী কোহিনুর আকতার চট্টগ্রাম মহানগরীর একটি সরকারি স্কুলের শিক্ষিকা।

পিতার নিবিড় তত্ত্বাবধানে তিনি কৃতিত্বের সাথে ফিকাহ শাস্ত্রে কামিল ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।পেশায় তিনি একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি সাহিত্যচর্চা করেন।
তাঁর একটি শিশুতোষ কাব্যগ্রন্থ ‘ স্বপ্ন দেখি বাঁচতে শিখি ‘ ও তিনটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে,তা হলো স্বর্ণচূড়, কবিতায় ভালোবাসা ও মা মাটির ঘ্রাণ। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে জড়িত আছেন এবং কলম সাহিত্য সংসদ লণ্ডন চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি মানবাধিকারের একজন একনিষ্ঠ সেবক। “এশিয়ান মানবাধিকার মিশন” চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তাঁর লেখার মূল প্রেরণা দেশ ও মানুষের প্রতি গভীর ভালবাসা। কবিপ্রতিভার জন্য তিনি আন্তর্জাতিক কবি পরিষদ কর্তৃক “কাব্য জ্যোতি” এবং বাংলা কাব্য পরিবার কর্তৃক “কাব্য পথিক” উপাধিতে ভূষিত হন।তিনি ২০১৯খ্রিস্টাব্দে “নজরুল স্মৃতি সাহিত্য পুরস্কার”লাভ করেন। এছাড়া তিনি বিভিন্ন সংগঠন থেকে অসংখ্য সাহিত্য সম্মাননা পেয়েছেন।

Show sidebar

No products were found matching your selection.