মুহম্মদ নূরুল ইসলাম
কক্সবাজারের সাহিত্য ও সাংবাদিকতায় অন্যতম আলোচিত নাম মুহম্মদ নূরুল ইসলাম। তিনি মূলত ইতিহাস লেখক ও লোক গবেষক।
জন্ম. ১৯৫৬ সালের ১৭ অক্টোবর, (১ কার্তিক), দক্ষিণ লরাবাগ, জালালাবাদ (ঈদগাঁও), কক্সবাজার। পিতা. সুলতান আহমদ, মাতা. আলতাজ বেগম।
দক্ষিণ লরাবাগ জমিরিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনান্তে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, কক্সবাজার কলেজ থেকে এইচ এস সি ও ঢাকা মিরপুর বাংলা কলেজ থেকে ¯œাতক ডিগ্রি লাভ।
১৯৭৬ সালে কক্সবাজার সদর উপজেলার পোকখালী হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে লেখালেখির সুবাদে ১৯৭৮ সালে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক স্বাধীনতা’র কক্সবাজার প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। কৃষি বিষয়ক সংবাদপত্র সাপ্তাহিক ফসল-এর কক্সবাজার মহকুমা প্রতিনিধি হিসেবে কাজ করেন। অত:পর ১৯৮১ সালে ঢাকার দৈনিক গণমুক্তি’তে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। ১৯৮২ সালে কক্সবাজার থেকে সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও গবেষণা বিষয়ক মাসিক পত্রিকা ‘বাঁকখালী’ (ট্যাবলয়েড ২৪ পৃষ্ঠা) সম্পাদনা ও প্রকাশ করেন। একই সাথে চট্টগ্রামের দৈনিক নয়া বাংলা’র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। ১৯৮৩ সালে রাঙ্গামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমির বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন ও ১৯৮৫ পর্যন্ত কাজ করেন এবং ১৯৮৬ থেকে খাগড়াছড়ি থেকে প্রকাশিত সাপ্তাহিক গিরিবার্তা’র ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করেন। ১৯৮৭ সালে বাংলাদেশ টেলিভিশন ও ইংরেজি দৈনিক Bangladesh Times-এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন। বাংলাদেশ টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে ২০০৯-এর জুন পর্যন্ত একটানা দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে সরকারি ব্যবস্থাপনাধীন Bangladesh Times- বন্ধ হয়ে গেলে The Telegraph-এ কাজ শুরু করেন। প্রায় একবছর পরে The Telegraph বন্ধ হয়ে গেলে The Independent-এর প্রকাশনার শুরু থেকেই জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন এবং ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯২ থেকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা Reuters-এর কক্সবাজার প্রতিনিধি নিযুক্ত হয়ে অদ্যাবধি কাজ করে যাচ্ছেন। ১৯৯২ সালে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সৈকতে নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করে ২০০৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০১ সালে দৈনিক ‘মানবজমিন’-এর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ লাভ করেন এবং ২০০৭ পর্যন্ত কাজ করেন। তিনি ২০০৬ সালে ইংরেজি দৈনিক New Age-এ যোগদান করে এখনো কর্মরত। কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের দেশ-বিদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও কিছুদিন কাজ করেন।
বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি হিসেবে একাধিকবার প্রতিবেশি রাষ্ট্র বার্মা সফর করেন।

প্রশিক্ষণ
কুমিল্লার বার্ডে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট-পিআইবি কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ, ১৯৮৪।
কক্সবাজারে পিআইবি কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ, ১৯৯২।
জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট-নিমকো আয়োজিত ‘টেলিভিশন সংবাদ লিখন কৌশল’ ট্রেনিং, ১৯৯৪।
দৈনিক সৈকত ও পিআইবি কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী ‘ইন-হাউস’ ট্রেনিং, ১৯৯৫।
এছাড়াও তথ্য অধিকার আইনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
সংগঠক
মুহম্মদ নূরুল ইসলাম সাংবাদিকতাকে পেশা হিসেবে নিলেও সাহিত্য-সংস্কৃতি সাধনায় নিবেদিতপ্রাণ। ১৯৮৬ সালে প্রথম বারের মতো কক্সবাজারে দুইদিন ব্যাপী কবি সম্মেলনের আয়োজন করেন। ১৯৮৭ সালে কক্সবাজারের লোকসংস্কৃতি সংরক্ষণের লক্ষ্যে ‘কক্সবাজার লোক সাহিত্য পরিষদ’ গঠন করেন এবং তিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনোনীত হন। উক্ত সংগঠনের সভাপতি ছিলেন তৎকালিন কক্সবাজার জেলা প্রশাসক এমএ কামাল। এসময় জেলায় প্রথমবারের মতো লোকসাহিত্য উৎসবের আয়োজন করেন। ১৯৮৯-৯৫ পর্যন্ত দেশের বৃহত্তম শিশু সংগঠন ‘কল্লোল কঁচি-কাঁচার মেলা’র জেলা সংগঠকের দায়িত্ব পালন করেন। বর্তমানে উক্ত সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রতিষ্ঠাতা সভাপতি, কক্সবাজার সাহিত্য একাডেমী। (২০০১ সাল থেকে বর্তমানকাল পর্যন্ত)
কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (২০০৭-২০০৮), সহ-সভাপতি (২০০৯-২০১০) ও বর্তমানে নির্বাহী কমিটির সদস্য।
প্রতিষ্ঠাতা সভাপতি, কক্সবাজার পরিবেশ সাংবাদিক ফোরাম। (১৯৯৯ সাল থেকে বর্তমানকাল পর্যন্ত)
কক্সবাজার ইতিহাস গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক, বর্তমানে উপদেষ্ঠা।
জীবন সদস্য, বাংলা একাডেমী।
জীবন সদস্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।
জীবন সদস্য, বাংলাদেশ ইতিহাস পরিষদ।
জীবন সদস্য, কক্সবাজার সমাজ কল্যাণ পরিষদ।
জীবন সদস্য, বাংলাদেশ ইতিহাস একাডেমী

সম্পাদিত সাহিত্য সাময়িকী
রৌশনী (১৯৭৮), শিখা (১৯৭৯), মাসিক গ্রাম সরকার (উন্নয়ন বিষয়ক পত্রিকা, ১৯৭৮-৮১), ‘সমুদ্র সংলাপ’ (ত্রৈমাসিক সাহিত্য-সংস্কৃতি ও গবেষণা পত্রিকা, ১৯৮৬ থেকে) সমুদ্র সংলাপ বর্তমানে কক্সবাজার সাহিত্য একাডেমীর মুখপত্র হিসেবে প্রকাশিত হবে, ‘ফেলে আসা দিন’ (লোকসাহিত্য বিষয়ক সংকলন) (১৯৮৭), কক্সবাজার প্রেসক্লাব সাময়িকী লেখালেখি সম্পাদনা করেন (২০০৫ ও ২০০৭)।

সম্মাননা
২০০৯ সালে কক্সবাজার সাংবাদিক সংসদ-‘সিএসএস’ কর্তৃক কৃতি সাংবাদিক সম্মাননা।
কক্সবাজার প্রেসক্লাবের রজত-জয়ন্তীতে কৃতি সাংবাদিক হিসেবে সম্মাননা।
উখিয়া খেলাঘর কর্তৃক সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য সংবর্ধনা ও সম্মাননা-২০১০।
কবি-সম্পাদক অমিত চৌধুরীর ৬০তম জন্মজয়ন্তী উদযাপন পর্ষদ কর্তৃক সাহিত্য সংগঠক হিসেবে সম্মাননা-২০১১।
জাতীয় নজরুল সমাজ কর্তৃক ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০১১।
ঢাকাস্থ শিশু কবি রকি সাহিত্য পুরষ্কার-২০১১।
দরিয়ানগর কবিতা মেলা ১৪১৭-এর সাহিত্য সংগঠক হিসেবে সম্মাননা।
কক্সবাজারের মাস্টার নুরুল কবির-রাশেদা খানম ফাউন্ডেশন কর্তৃক গুণিজন সম্মাননা ২০১৫।

Show sidebar

No products were found matching your selection.