কাজী রুনু বিলকিস : সত্যানুসন্ধানী লেখক

কাজী রুনু বিলকিস চট্টগ্রামের সাহিত্যাঙ্গনে বিশিষ্ট মুখ। দৈনিক আজাদীসহ বিভিন্ন পত্রিকায় কলাম লিখে তিনি পেয়েছেন খ্যাতি ও পরিচিতি। তাঁর কলামগুলোতে উঠে আসে সমকালীন বিশ্বের চলমান ঘটনা, জীবন প্রবাহ, চিন্তা-চেতনা, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ। আর্থ-সামাজিক উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, সত্য, সুন্দর ও ন্যায়ভিত্তিক দেশ, জাতি ও সমাজ গঠনে তাঁর লেখনি প্রভাব বিস্তার করতে সক্ষম। তাঁর একেকটি কলাম সমাজের দর্পণ হিসেবে বিবেচিত। দর্পণে যেমন নিজের মুখ প্রতিবিম্বিত হয়, তেমনি সমকালীন ঘটনাপ্রবাহ অত্যন্ত নিপুণভাবে উদ্ভাসিত হয় তাঁর লেখায়।
সত্যানুসন্ধানী লেখক হিসেবে কাজী রুনু বিলকিস পাঠকমহলে সমাদৃত।
চট্টগ্রামের চন্দনাইশে জন্মগ্রহণকারী লেখক রুনু বিলকিসের লেখালেখি ছোটোবেলা থেকেই। বড় হয়েছেন সাংস্কৃতিক পরিম-লে। প্রবন্ধ তাঁর প্রধান চর্চিত মাধ্যম। সাহিত্য, ইতিহাস, দর্শন, মুক্তিযুদ্ধ তাঁর প্রিয় অনুষঙ্গ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর পেশা হিসেবে বেছে নিয়েছিলেন শিক্ষকতাকে। স্কলার্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ তিনি। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে : নির্বাচিত কলাম (২০১৭) এবং ইতিহাসের আড়ালে ইতিহাস (২০২০)। প্রথমটি শৈলী থেকে এবং পরের বইটি কালধারা থেকে প্রকাশিত।
ব্যক্তিজীবনে কাজী রুনু বিলকিস একজন পরোপকারী মানুষ। নীরবে নিভৃতে সমাজসেবা করেন। জড়িত আছেন চট্টগ্রাম একাডেমি, চট্টগ্রাম লেডিস ক্লাব, চট্টগ্রাম লেখিকা সংঘসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে।

Show sidebar

No products were found matching your selection.