শামসুজ্জামান খান দেশের একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। লোকসাহিত্যবিজ্ঞানী। ‘জীবন-দর্শন ও চিন্তাধারায় তিনি মুক্তবুদ্ধি-অসাম্প্রদায়িক-উদার-আধুনিক ও শেকড়সন্ধানী দৃষ্টিভঙ্গির ধারক’। তাঁর সমস্ত গবেষণা সামাজিক দায়বদ্ধতা ও বুদ্ধিবৃত্তিক চর্চার অভূতপূর্ব নিদর্শন। বর্তমানে তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক হিসেবেও আছেন। ২০১৭ সালে বাংলাদেশ সরকার তাঁকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। এর আগে ২০০৯ সালে তিনি পেয়েছেন একুশে পদক। অন্য পুরস্কারের মধ্যে রয়েছে : বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক পুরস্কার, কালুশাহ পুরস্কার, দীনেশচন্দ্র সেন ফোকলোর পুরস্কার, আব্দুর রব চৌধুরি স্মৃতি গবেষণা পুরস্কার, দেওয়ান গোলাম মোর্তজা পুরস্কার, শহীদ সোহরাওয়ার্দী জাতীয় গবেষণা পুরস্কার, মীর মশাররফ হোসেন স্বর্ণপদক, প্রভৃতি।

জন্মস্থান ও জন্মতারিখ: চারিগ্রাম, সিংগাইর, মানিকগঞ্জ, ২৯ শে ডিসেম্বর ১৯৪০। শিক্ষা: প্রবিশিকা: চারিগ্রাম এস. এ. খান হাই স্কুল, সিংগাইর, মানিকগঞ্জ (১৯৫৬); উচ্চ মাধ্যমিক (কলা): জগন্নাথ কলেজ, ঢাকা (১৯৫৯); স্নাতক সম্মান (বাংলা): ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৬২); স্নাতকোত্তর (বাংলা): ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৬৩)। পেশা: অধ্যাপনা এবং চাকরি। অধ্যাপক, হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ (১৯৬৪), জগন্নাথ কলেজ, ঢাকা (১৯৬৪-১৯৬৮); বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (১৯৬৮-১৯৬৮); বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (১৯৬৮-১৯৭৩); খন্ডকালীন অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা (১৯৯৯-২০০০); উপ পরিচালক (১৯৭৩-১৯৮১) ও পরিচালক (১৯৮১-১৯৯৬); মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা (১৯৯৬-১৯৯৭); মহাপরিচালক, জাতীয় জাদুঘর (১৯৯৭-২০০১), বাংলা একাডেমীর মহাপরিচালক (২০১৮), বর্তমানে বাংলা একাডেমির সভাপতি।

প্রকাশিত গ্রন্থ: প্রবন্ধ-গবেষণা: নানা প্রসঙ্গ (১৯৮৩); গণসঙ্গীত (যৌথ, ১৯৮৫); মাটি থেকে মহীরুহ (১৯৯৪); বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা (১৯৯৫); আধুনিক ফোকলোর চিন্তা (২০০১); মীর মশাররফ হোসেন: নতুন তথ্যে, নতুন ভাষ্যে (২০০৪); ফোকলোর চর্চা (২০০৬); নির্বাচিত প্রবন্ধ (২০০৬)। রম্য-রচনা: ঢাকাই রঙ্গরসিকতা (২০০১); গ্রাম বাংলার রঙ্গরসিকতা (২০০৪); গ্রাম বাংলার রঙ্গ গল্প (২০০৬)। শিশুসাহিত্য: দুনিয়া মাতানো বিশ্বকাপ (১০৮৭)। জীবনী: মনিরুজ্জামান ইসলামাবাদী (১৯৮৫); মওলানা মনিরুজ্জামান: এছলামাবাদী (দ্বিতীয় পরিমার্জিত সংস্করণ ২০০৬)। সম্পাদনা: কিশোর গল্প ‘সূর্যমুখী’ (১৯৬৭); আফ্রিকার কবিতা: ল্ওিপোল্ড সেংঘর (১৯৭৭); ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মারকগ্রন্থ (যৌথ, ১৯৮৫); ছোটদের অভিধান (যৌথ, ১৯৮৫); চরিতাভিধান (যৌথ, ১৯৮৫); বাংলাদেশের লোকঐতিহ্য (১৯৮৬); বাংলাদেশের লোক ঐতিহ্য (প্রথম খ-, ২০০৬); Bibliography on Folklore of Bangladesh (যৌথ, ১৯৮৭); চন্দ্রকুমার দে অগ্রন্থিত রচনা (১ম খ- ১৯৯৪ এবং ২য় খ- ১৯৯৫); বাংলা সন ও তাঁর ঐতিহ্য (১৯৯৪); সংক্ষিপ্ত বাংলা অভিধান (যৌথ, ১৯৯৬); ভাষা আন্দোলনের শহীদেরা (যৌথ, ১৯৯২); (Folklore of Bangladesh (Vol. 1987 & Vol-2 1989); কবি মঈনুদ্দীন স্মারকগ্রন্থ (২০০০); সুবর্ণরেখার আলপনা: আবুল আহসান চৌধুরী সংবর্ধনাগ্রন্থ (যৌথ, ২০০৩); মোহাম্মদ মনিরুজ্জামান এছলামাবাদী: আত্মজীবন (২০০৪): Festivals of Bangladesh1 (যৌথ, ২০০৫)। কিশোরসমগ্র, বুদ্ধিীজীবী ও রাষ্ট্র : পাকিস্তান থেকে বাংলাদেশ, বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও অন্যান্য প্রসঙ্গ।

Show sidebar

No products were found matching your selection.