কল্যাণ বড়ুয়া ১৯৫৭ সালের ১৭ জুলাই চট্টগ্রাম জেলার ফটিকছড়ির ঊপজেলার জাহানপুর (কোঠেরপাড়) গ্রামেরএক বৌদ্ধ সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। বর্তমানে সার্সন রোডস্থ সানমার ভ্যালেন্সিয়ায় স্থায়ীভাবে বসবাসকরছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে অবসর গ্রহনের পর বর্তমানে তিনি সাঊদার্ণ মেডিকেল কলেজে এনেসথেসিওলজীবিভাগে বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছেন।
পেশাগত জীবনের কাজের ফাঁকে নিয়মিত ভাবে লেখালেখি চালিয়ে যাচ্ছেন। ২০১৯ সালের ২১শে বইমেলায় শৈলীপ্রকাশন থেকে প্রকাশিত তাঁর প্রথম কবিতার বই ‘চেনা পথে অচিন পাখি’ প্রকাশিত হয় এবং পাঠক মহলে যথেষ্টসমাদৃত হয়। পাঠকদের আগ্রহ আর অনুরোধে ২০২০ সালের ২১শে বই মেলায় শৈলী প্রকাশন থেকে কিশোরকবিতার বই ‘মেঘ রোদ্দুর বাজায় নূপুর’ এবং খড়িমাটি থেকে ‘ নির্জলা ঢেউ’ কবিতার বই প্রকাশিত হয়েছে।

Show sidebar

No products were found matching your selection.