এস এম মোখলেসুর রহমান চট্টগ্রামের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত মুখ। আশির দশকের শেষের দিকে স্কুল জীবন থেকেই শখের বশে লেখালেখি শুরু করেন। শুরুতে ক্রীড়া বিষয়ক লেখালেখি করলেও পরবর্তীতে প্রবন্ধ, নিবন্ধ এবং ভ্রমণ কাহিনীতে বেশি মনোযোগী হন। জাতীয় এবং স্থানীয় পত্র-পত্রিকায় এই পর্যন্ত তার প্রায় দুই শতাধিক লেখা প্রকাশিত হয়েছে। কিন্তু গ্রন্থ প্রকাশিত হয়েছে মাত্র একটি। ওয়েস্ট ইন্ডিজ, মধ্যপ্রাচ্য এবং ভারতবর্ষ ভ্রমণের টুকরো স্মৃতি নিয়ে “গোলার্ধ থেকে গোলার্ধে” নামে ভ্রমন কাহিনী গ্রন্থটি প্রকাশিত হয়েছে ২০১২ সালে। ২০১৩ সালে চসিক আয়োজিত একুশের বইমেলায় আবির প্রকাশন এই গ্রন্থটির জন্য শ্রেষ্ঠ প্রকাশনী পুরস্কার পেয়েছে। øাতক ডিগ্রিধারী এস.এম. মোখলেসুর রহমান লেখালেখির পাশাপাশি একজন সক্রিয় সংগঠকও। এক সময়ের চট্টগ্রামের সাড়া জাগানো কলমী সংগঠন পত্র লেখক লেখিকা গোষ্ঠী ‘পলগ’ এর নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমান কমিটিতেও আছেন। এছাড়া আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ বাংলাদেশের লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম ‘‘অগ্রণী’র বর্তমান কমিটির প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আজীবন সদস্য হিসেবে আছেন ইতিহাস, ঐতিহ্য বিষয়ক সংগঠন ‘চট্টগ্রাম একাডেমি’, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রামস্থ চন্দনাইশ সমিতি সহ আরো বিভিন্ন সংগঠনের সাথে। পেশায় ব্যবসায়ী এস.এম. মোখলেসুর রহমানের জন্ম চট্টগ্রামের চন্দনাইশ থানার সাতবাড়িয়া গ্রামে হলেও শৈশব এবং কৈশোরকাল কেটেছে বাবার রেলওয়ের চাকরি সূত্রে বন্দরনগরীর পাহাড়তলীস্থ শহীদ লেইন কলোনীতে। বর্তমানে হালিশহর এল ব্লকের স্থায়ী বাসিন্দা। পিতা মরহুম ডাঃ নুরুল ইসলাম এবং মা মরহুমা আমাতুন নুর। ব্যক্তিগত জীবনে স্ত্রী, ছেলে নাবিল এবং মেয়ে মাওয়াকে নিয়ে তার সংসার।

Show sidebar

No products were found matching your selection.