শামীম ফাতেমা মুন্নী : শব্দ ও ছন্দে যিনি নিজেকে রাঙান

শামীম ফাতেমা মুন্নী কবি ও ছড়াকার। ছোটোবেলা থেকেই তাঁর লেখালেখি। ঐশী প্রেমের কবি হিসেবে খ্যাত বিশিষ্ট লেখক ফজিলাতুল কদর তাঁর নানু। মূলত নানুর উৎসাহে লেখালেখিতে আত্মপ্রকাশ শামীম ফাতেমা মুন্নীর। ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র চট্টগ্রাম থেকে ১৯৮২ সালে প্রকাশিত তাঁর প্রথম বই ছড়াগ্রন্থ ‘হেমন্তের শেষ রাতে’। যৌথ পরিবারে বড় হওয়া একজন কিশোরীর পরিবার-সময়-সম্পর্ক-সমাজ-দেশ -এসব নিয়ে স্বতন্ত্র ভাবনাগুলো প্রকাশ পেয়েছে তাঁর এগ্রন্থে।
এরপর দীর্ঘ বিরতি। ২০২০ সালে এসে শৈলী থেকে বের হলো তাঁর দ্বিতীয় বই; কাব্য : ‘মন- জোছনায় ভালোবাসায়’ ।
মুন্নী বলেন, ‘মন-জোছনায় ভালোবাসায় প্রকাশ করে আঁধার থেকে আলোতে চলে এলো আমার কবিতাগুলো। এটা আসলে কিছু অনুভব, কিছু অনুভূতি, কিছু সম্পর্কের সমষ্টি। আমার সময়- পারিপার্শ্বিকতা, আমার সমাজ- দেশ, আমায় ভাবতে শিখিয়েছে, সময়ের যাত্রায় চোখ মুদেই পর্দার ওপাশটায় দেখতে শিখিয়েছে। প্রকৃতি পছন্দ করি ভীষণ, প্রকৃতির রঙে নিজেকে রাঙাই নেশার মতো। সম্পর্কগুলো আমাকে ভাবায়, কখনো কাঁদায়, কখনো হাসায়। মানুষকে বিশ্লেষণ করি শব্দের – ছন্দের ভাঙাগড়ায়। এভাবেই আমার আবারো কবিতার ভুবনে ফিরে আসা।’
শামীম ফাতেমা মুন্নীর ভাষা অত্যন্ত সহজ। তাঁর কবিতার বিষয় হয়ে এসেছে স্বদেশ, সমাজ ছাড়াও মানুষের প্রেম, অপ্রাপ্তি ও দীর্ঘশ্বাসের হাহাকার।

Show sidebar

No products were found matching your selection.