সাঈদুল আরেফীন ১৯৬৮ সালের ২৭ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর কোরবানীগঞ্জে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। পৈতৃক নিবাস বাঁশখালী উপজেলার জলদি গ্রামের নেয়াজর পাড়ায়। পিতার নাম মুহাম্মদ ফৌজুল কবীর এবং মায়ের নাম মরহুমা মোসলেমা খাতুন। আশির দশকের মধ্যভাগ থেকে বড়ো ও ছোটোদের সাহিত্যচর্চায় নিবেদিত হন। আশির দশকের শেষে সংবাদপত্রে যোগ দিয়ে সাপ্তাহিক চিত্রালী,সাপ্তাহিক স্বদেশ খবর সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন। সরকারি মুসলিম হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই দৈনিক পূর্বতারাতে ক্ষুদে রিপোর্টার হিসেবে সাংবাদিকতায় হাতে খড়ি হয় তাঁর। রাজনীতি, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, নারী, শিশু অধিকার ও উন্নয়ন বিষয়ে নিয়মিত প্রবন্ধ ও কলাম লিখে থাকেন গণমাধ্যমে। আশির দশক থেকে চট্টগ্রাম বেতারে নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়ন ও গবেষণামূলক স্বরচিত প্রবন্ধ ও কথিকা পাঠ, গ্রন্থণা ও অনুষ্ঠান উপস্থাপনা করে থাকেন। সমাজসেবায় জড়িয়ে আছেন ছোটকাল থেকে। দুই দশক আগে ‘যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসউএস)’ প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে এর পরিচালক (সামাজিক উন্নয়ন) ও অনারাী ব্যবস্থাপনা উপদেষ্টা পদে অধিষ্ঠিত। শিক্ষা উন্নয়ন ও গবেষণামূলক কাজের প্রতি বরাবরই তাঁর ঝোঁক। চট্টগ্রাম নগরীর লামাবাজার সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জলদি হোছাইনীয়া কামিল এম এ ডিগ্রী মাদরাসার সদস্য পদে দায়িত্ব পালন করে আসছেন। স্ত্রী ইয়াসমীন পারভীন ও একমাত্র প্রকৌশলী কন্যা সানজিদা সাঈদুল সুরমাকে নিয়েই সাঈদুল আরেফীনের ছোট্ট সংসার। “মনে পড়ে জলকদর” তাঁর প্রথম কাব্য গ্রন্থ। যেটি ২০১৪ সালে বেরোয়। ২০১৫ সালে বেরোয় তাঁর শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘ ফুয়াদের ফিরে আসা’, ২০১৮ সালে একাত্তরে ‘দুই কিশোর’। সর্বশেষ ২০১৯ একুশে গ্রন্থমেলায় বেরিয়েছে কিশোর গল্পগ্রন্থ-মশিহাটি গ্রামের মুক্তিযোদ্ধা দাদু( চন্দ্রবিন্দু প্রকাশন), মুক্তিযোদ্ধা বাবু ও মানিক ( শব্দশিল্প প্রকাশন) , কিশোরপ্রবন্ধগ্রন্থ- ‘মহান ভাষা আন্দোলন ও এর নায়কেরা’।
ইমেইলঃ sayeduljsus@gmail.com

Show sidebar

No products were found matching your selection.