শাহনাজ সুলতানা : যাঁর কবিতায় মূর্ত হয়ে ওঠে মানুষের চিরায়ত জীবন

শাহনাজ সুলতানা। প্রতিভাদীপ্ত এক কবি। একসময়ে প্রচুর লিখেছেন শাহনাজ সুলতানা রিংকী নামে। দৈনিক আজাদীসহ অন্যান্য কাগজে। প্রচারবিমুখ। তিনি যেমন অন্তর্মুখী, তেমনি রুচি¯িœগ্ধ নিম্নকণ্ঠের কবি। তাঁর কবিতার মূল উপজীব্য সমাজ, দেশ, প্রেম ও প্রকৃতি। কবিতায় চিরায়ত এ বৈশিষ্ট্যের অন্তরালে থাকে তাঁর সূক্ষ্ম অনুভূতি।
তিনি যুগের সঙ্গে অতিক্রম করেন নিজের জীবনানুষঙ্গ। যুগের সত্তাকে ধারণ করেন, স্বপ্ন দেখেন সমৃদ্ধ ভবিষ্যতের। তাঁর কবিতায় মূর্ত হয়ে ওঠে মানুষের চিরায়ত জীবন।

জন্ম, শৈশব, বেড়ে ওঠা-সব চট্টগ্রামে। চট্টগ্রাম তাঁর প্রিয় শহর। ছোটোবেলা থেকেই লেখালেখি। সংস্কৃতির চর্চাও। এ পর্যন্ত একটি মাত্র বই প্রকাশিত হয়েছে তাঁর। নাম : ‘হৃদয়ে শূন্যতা’। এটি প্রকাশ করেছে সন্দেশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
তাঁর একটি কবিতার উদাহরণ দিতে চাই :

চারিদিকে এতো অন্ধকার কেন
একেবারেই ঘুটঘুটে অন্ধকার
আমাকেই যেন আমি চিনতে পাচ্ছি না।
সূর্যের আলোতেও এ জগৎ অন্ধকারময়।
হে বিধাতা
একটু আলোর সন্ধান দাও এ সমাজে।
যেন চোখ থাকতেই অন্ধ হৃদয় বিবেক ও মন
আলো দিয়ে জাগ্রত করো
ভরিয়ে তোলো হৃদয়
দূর হোক সকল বিভেদ দুঃখ কষ্ট
সেই আলোর পথ কি আছে
হয়তো আছে হয়তো নেই
তবুও প্রার্থনা করি জগৎ সংসারের।
[আলোর সন্ধানে/ শাহনাজ সুলতানা]

Show sidebar

No products were found matching your selection.