মিজানুর রহমান শামীম পিতা: মরহুম মোবারক হোসেন ভূইয়া মাতা: নূর জাহান বেগম। জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৯৬৫ খৃস্টাব্দ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে সম্মানসহ মাস্টার্স। বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পেও কোর্স করেছেন। ছাত্রাবস্থায় প্রথম বই প্রকাশিত হয়। চট্টগ্রামের অভিজাত প্রকাশনী সংস্থা শব্দশিল্প প্রকাশনের কর্ণধার তিনি। ছড়ার কাগজ প্রতীকী ও ছোটদের কাগজ রিমঝিম এর সম্পাদক। এ পর্যন্ত প্রকাশিত ছড়াগ্রন্থ- সব পেটুকের দল (১৯৯৩), নুন আনতে পান্তা ফুরোয় (১৯৯৭), রেলগাড়ি ঝিক ঝিক (২০০৬), হাল্কা কড়া লিমেরিক (২০০৬), দস্যি ছেলে (২০০৮), ঝিঝিপোকার পাঠশালা (২০১১), নির্বাচিত ছড়া (২০১২), ছড়ায় ছড়ায় গুনতে শিখি (২০১৭)। কবিতা- নষ্ট প্রেমের কষ্ট লিরিক (১৯৯৩) এবং কিশোর কবিতার বই- বালক খোঁজে পাখির পালক (২০০৬)। গল্প- সিনডেরেলা(২০১৪), রাজকন্যা ও ব্যাঙ রাজকুমার (২০১৪), তুষার কন্যা (২০১৪), ভিনদেশী রাজকন্যার গল্প (২০১৫)। তিনি রকিবুল ইসলাম ছড়া পদক ২০১৪ এবং কথন সাহিত্য সম্মাননা পদক ২০১৫ শিশু সাহিত্য একাডেমি পুরস্কার (20১৯) পেয়েছেন। বিবাহিত জীবনে তিনি দু সন্তানের জনক। পুত্র আইমান রহমান কন্যা আনিশা নাওয়ার। স্ত্রী ফরিদা লাভলি।

Show sidebar

No products were found matching your selection.