রফিক আহমদ খান। সাংবাদিক, প্রাবন্ধিক, ছড়াকার ও কলাম লেখক। জন্ম ১০ ফেব্রুয়ারি ১৯৮০ সালে আনোয়ারা উপজেলার বৈরাগ গ্রামের খানবাড়িতে। ১৯৯৭ সালে দৈনিক আজাদীতে চিঠিপত্র কলামে লেখার মধ্য দিয়ে পত্রিকায় লেখালেখির হাতেখড়ি। এরপর থেকে ছড়া ও কিশোর কবিতা লেখার পাশাপাশি স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা করেছেন ২০০৩ সালের জুলাই মাসে মালয়েশিয়া যাওয়ার আগ পর্যন্ত। প্রবাসে যাওয়ার পর লেখালেখিতে ভাটা পড়ে তাঁর। ২০১৪ সাল থেকে আবারও লেখালেখিতে পদার্পণ। ছড়া লেখার পাশাপাশি দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, জাগো নিউজ, পাক্ষিক প্রবাস মেলা, দৈনিক সমকাল সহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন প্রবাস জীবনের নানা বিষয় নিয়ে। তার লেখায় ফুটে উঠে প্রবাসীদের অনুভূতির কথা, সুখ-দুঃখের কথা, পাওয়া না-পাওয়ার কথা। ২০২০ একুশের বইমেলায় প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম প্রবন্ধের বই ‘প্রবাসের ব্যালকনিতে’।
লেখক রফিক আহমদ খান দীর্ঘদিন প্রবাসে থাকলেও স্বদেশ আর স্বজাতির প্রতি তার ভালোবাসায় ভাটা পড়েনি। তাই প্রবাস জীবনের সংকট, আশা-নিরাশা, ভ্রমণ, হাস্যরস, স্মরণ, সাহিত্য-সংস্কৃতি ও ধর্মাচার ইত্যাদি নানা উপাদানে নির্মাণ করেছেন তার বই প্রবাসের ব্যালকনিতে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সমাজ জীবনের দুর্লভ সাহিত্য হয়ে উঠেছে তার সরল বয়ান। অসম্ভব মায়া তার মনে, তার বইটির পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যায় সে খোঁজ। প্রবাস জীবনের সব প্রাপ্তিই তিনি কাজে লাগাতে চান দেশের প্রয়োজনে। সেখানে উন্নত জীবনের স্বাদ পেয়েও তুলনামূলক অনুন্নত বাংলাদেশকে তিনি বুকে আগলে রেখেছেন, পুরো দুনিয়ায় ছড়িতে ছিটিয়ে থাকা কোটি প্রবাসী বাংলাদেশির সংকট বিশ্লেষণে উদ্বুদ্ধ হয়েছেন, দৃশ্যমান করেছেন অনেক অজানাকে, পরিচর্যা করেছেন তার অভিজ্ঞতা। তার বই কেবল দূর থেকে রঙিন চশমায় দেখা দৃশ্যপট নয়, বরং বাঙালির প্রেমময় ও সংগ্রামলিপ্ত জীবনের স্পন্দন মেলে এতে। তার বই প্রবাস জীবন ও প্রবাসীদের জানতে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস।”

এছাড়াও রফিক আহমদ খান সমাজ সচেতনতা ও উন্নয়নমূলক লেখালেখি করতে ভালোবাসেন। উন্নত বাংলাদেশ গড়তে হলে সমাজের-দেশের কী কী বিষয়ে পরিবর্তন আনা প্রয়োজন তা নিয়ে তিনি বিভিন্ন পত্রিকায় ছোটো-ছোটো কলাম আকারে লিখে চলেছেন নিয়মিত। প্রবাসে দেখা উন্নত দেশের তুলনায় কোন-কোন বিষয়ে আমরা এখনো যোজন-যোজন পিছিয়ে আছি তা ফুটে ওঠে তার লেখায়। যা ইতিমধ্যে পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। সৃজনশীল লেখালেখির পাশাপাশি তিনি বর্তমানে দেশের প্রথম ইন্টারনেট পত্রিকা ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র মালয়েশিয়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন। মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়া’র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২১ প্রকাশিত হচ্ছে তাঁর একটি ছড়াগ্রন্থ। তিনি আনোয়ারার তরুণ লেখকদের উৎসাহিত করা সংগঠন ‘আনোয়ারা সাহিত্য পরিষদ (আসাপ)’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

Show sidebar

No products were found matching your selection.