পরিশ্রমী ও মেধাবী লেখক অভীক ওসমান

অভীক ওসমান। একজন মেধাবী লেখক। সাহিত্যের নানা শাখায় তাঁর স্বতঃস্ফূর্ত বিচরণ। কবিতা, প্রবন্ধ, নাটক, গবেষণা, সাহিত্য সমালোচনা- প্রতিটি শাখায় তিনি রেখে চলেছেন মেধার স্বাক্ষর। শিল্পসাহিত্য, অর্থনীতি, রাজনীতি, চট্টগ্রাম-উন্নয়ন—সব ক্ষেত্রে তাঁর গবেষণালব্ধ রচনায় আমরা প্রীত ও ঋদ্ধ। ভাষা, শিক্ষা ও সাহিত্য-বিষয়ক প্রবন্ধ রচনাতেই তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেন না, তাঁর বিচরণ সর্বমুখী। চমৎকার গদ্যশৈলী ও মেদবর্জিত লেখনীর মাধ্যমে নিজস্ব দৃষ্টিভঙ্গির উদার বিশ্লেষণের পথ ধরে তাঁর প্রবন্ধ এগিয়ে চলে। বাংলাদেশের শীর্ষস্থানীয় নাট্যকারদেরও একজন তিনি। তাঁর ‘অবশেষে জেনারেল’ পথনাটক নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ কাঁপিয়েছে।
সমকালীন বিষয়ে গভীর পর্যবেক্ষণ তাঁর রয়েছে, ফলে নানা সময়ে আমি তাঁর কাছ থেকে আদায় করতে পেরেছি অনেক গুরুত্বপূর্ণ লেখা। আমারই চাপে বা নিরন্তর তাগাদায় তাঁর অনেক লেখা রচিত হয়েছে। কেননা আমি জানি, যে কোনো কঠিন ও সাম্প্রতিক বিষয়ে সুন্দর মূল্যায়নের ক্ষেত্রে অভীক ওসমান অতুলনীয়।
১৯৮২ সালের মধ্যভাগে মাস্টার্স এর রেজাল্ট বের হওয়ার আগেই পশ্চিম পটিয়া এ জে চৌধুরী কলেজ এর প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীকালে বরমা ডিগ্রি কলেজে প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে চবির নাট্যকলা বিভাগের অতিথি শিক্ষক।
পেশাগত জীবন কেটেছে শতোর্ধ ট্রেডবডি চিটাগাং চেম্বার সচিবালয়ে। এর সচিব ও প্রধান নির্বাহী হিসেবে বোর্ড অব ডাইরেক্টার্স এর নেতৃত্বে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ, সিআইটিএফ আয়োজন, ক্ষুদ্র মাঝারী ও মহিলা শিল্প উদ্যোক্তাদের বিকাশে ভূমিকা পালন করেন তিনি।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে :
রাতফেরার/অবশেষে জেনারেল (১৯৮৮)-নাটক, শংখ উপখ্যান (১৯৮৯)-নাটক, গদ্যকথা (১৯৯৩)-প্রবন্ধ, বিষাদের জার্ণাল (১৯৯৫)-কাব্যগ্রন্থ, অভীক ওসমানের তিন নাটক (২০০১), পৃথিবীর করুণ ডাঙায় (২০০৫)-প্রবন্ধ, প্রয়াত পাঁচ ও ইবসেন (২০০৭)-প্রবন্ধ,
শুধু তোমার জন্যে এই অরণ্যে (২০১২)-কাব্যগ্রন্থ, হে সংসার হে লতা (২০১৬)-কাব্যগ্রন্থ, নাট্য চতুষ্টয় (২০১৭)- নাটক, গুরুদক্ষিণা (২০১৯)- জীবন-স্মৃতিগদ্য।

গবেষণা ও সম্পাদনা গ্রন্থ :
চির উন্নত শির (১৯৯৯), মোতাহের হোসেন চৌধুরীর অপ্রকাশিত গান ও কবিতা (২০০২),
মাওলানা মনিরুজ্জামান এছলামাবাদীর অপ্রকাশিত ‘হতাশ জীবন ও অন্যান্য প্রসঙ্গ’ (২০০৯)
শহীদ মেজর নাজমুল হক : সেক্টর ৭ এর বিস্মৃত কমান্ডার’র উপাখ্যান।

অভীক ওসমান-এর জন্ম ১৯৫৬ সালে। চট্টগ্রামের চন্দনাইশ থানার বরমা ইউনিয়নের পূর্ব কেশুয়া গ্রামে। পিতা মাস্টার ফোরক আহমদ চৌধুরী ও মাতা মনছুরা খাতুন। মাতৃকুলে তিনি সুলতান শেখ মুহম্মদ গৌরী এবং পিতৃকুলে মধ্যযুগের কবি মুন্সী মোহাং মুকীম পীরের অধঃস্তন পুরুষ।

Show sidebar

No products were found matching your selection.